টুকরো খবর
পরিষেবা বাড়বে গ্রামাঞ্চলে, দাবি ইউনিয়ন ব্যাঙ্কের
ভবিষ্যতে আধা শহর এবং গ্রামাঞ্চলই ব্যাঙ্ক পরিষেবা সম্প্রসারণের মূল ক্ষেত্র হবে। এই মন্তব্য করেছেন ইউনিয়ন ব্যাঙ্কের সিএমডি দেবব্রত সরকার। পাশাপাশি তাঁর মতে, দেশে পরিকাঠামো প্রকল্প রূপায়ণে অহেতুক দেরি ব্যাঙ্ক শিল্পে অনুৎপাদক সম্পদ বৃদ্ধির অন্যতম কারণ। ওই সব প্রকল্পে ৭ লক্ষ কোটি টাকা মঞ্জুর হয়েছে। ইতিমধ্যেই বণ্টিত হয়েছে ২ লক্ষ কোটি। সম্প্রতি কলকাতায় বণিকসভা এমসিসি চেম্বার অফ কমার্স আয়োজিত ব্যাঙ্ক ঋণ সংক্রান্ত এক আলোচনাসভায় যোগ দিতে এসে দেবব্রতবাবু বলেন, “গ্রামের মানুষকে ব্যাঙ্ক পরিষেবার আওতায় আনতে হলে কেবল ‘জিরো ব্যালান্স’ অ্যাকাউন্ট খোলাই যথেষ্ট নয়। ওই সব অ্যাকাউন্টে নিয়মিত লেনদেন যাতে হয়, সে দিকটাও দেখতে হবে। এটা যখন বাস্তবায়িত হবে, তখন ব্যবসা বাড়ানোর জন্য গ্রামাঞ্চলের দিকেই ঝুঁকতে হবে ব্যাঙ্কগুলিকে।” তবে বেসরকারি ক্ষেত্রে নতুন যে সব ব্যাঙ্ক খোলার প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে, সে ব্যাপারে মন্তব্য করতে গিয়ে দেবব্রতবাবু বলেন, “ওই সব ব্যাঙ্ক গ্রামাঞ্চলেও যাতে শাখা খোলে, তা নিশ্চিত করা জরুরি।” এ দিকে, দেশে ব্যাঙ্ক আমানতের অনুপাতে ঋণ দেওয়ার হার (ক্রেডিট ডিপজিট রেশিও) নিম্নমুখী হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন বণিকসভার সভাপতি দীপক জালান।

টাটা মোটরসের নতুন ইন্ডিগো ট্যাক্সি কলকাতায়
কলকাতায় সাধারণ ট্যাক্সির বাজার ধরতে নতুন ইন্ডিগো (ইউরো ফোর নন-এসি) ট্যাক্সি বাজারে আনল টাটা মোটরস। আদালতের নির্দেশ অনুযায়ী ১৫ বছরের পুরনো ট্যাক্সি বদলে ইউরো ফোর পরিবেশ বিধি সহায়ক ট্যাক্সি চালানোর নির্দেশ দিয়েছে রাজ্য পরিবহণ দফতর। বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের দাবি, ইউরো ফোর স্বীকৃত ট্যাক্সি না-হওয়ায় প্রায় ৭০০ গাড়ি এখন রাস্তা থেকে উধাও। সেই বাজার ধরাই টাটা মোটরসের লক্ষ্য। সংস্থার কর্তা বিরাট খুল্লার বলেন, “ট্যাক্সি অ্যাসোসিয়েশনের চাহিদা মেনেই গাড়িটি তৈরি করা হয়েছে।” ইউরো থ্রি বিধি সহায়ক ইন্ডিগো ট্যাক্সি (এসি) কলকাতায় চলে। নতুন ইউরো ফোর ট্যাক্সির দাম (এক্স-শোরুম) পড়বে ৪.৯৭ লক্ষ টাকা। সংস্থাটির দাবি, নতুন গাড়িতে যেমন আধুনিক প্রযুক্তি পরিষেবা মিলবে, তেমনই সাশ্রয়ও হবে বেশি।

ডানকুনিতে নয়া বিস্কুট কারখানা
ডানকুনিতে নতুন কারখানা গড়ছে প্রিয়া বিস্কুট। ৬ এক্র জমিতে এটি তৈরি হচ্ছে। সংস্থার ম্যানেজিং ডিরেক্টর জিপি অগ্রবাল জানান, কারখানা গড়তে ৪৫ কোটি টাকা খরচ পড়বে। তাঁর দাবি, এখানে ৬০০ জনের কর্মসংস্থান হবে। বিস্কুটের উৎপাদন দ্বিগুণ করার উদ্দেশ্যেই নতুন কারখানটি গড়া হচ্ছে বলে জানান অগ্রবাল। তিনি বলেন, “আমাদের বিস্কুটের চাহিদা দ্রুত বাড়ছে। সেই কারণে আগামী উৎসব-মরসুম শুরু হওয়ার আগেই উৎপাদন দ্বিগুণ করতে চাই।”

ঋণে সুদ কমাল ব্যাঙ্ক
ঋণে সুদের হার কমানোর কথা জানাল পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক। বেস রেট ২৬ বেসিস পয়েন্ট কমে ৯.৯৯% হবে বলে জানিয়েছে তারা। ব্যাঙ্কের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ডি পি সিংহ জানান, নয়া হার কার্যকর হবে আগামী ১ অগস্ট থেকে। ফলে ৩০ বছর মেয়াদের গৃহঋণে প্রতি ১ লক্ষ টাকার মাসিক কিস্তি কমে দাঁড়াবে ৮৭৭ টাকা। আর ৭ বছরের গাড়ি ঋণের ক্ষেত্রে তা হবে ১,৬৮৬ টাকা।

নতুন নিয়োগ
• আর চন্দ্রশেখর তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির সংগঠন ন্যাসকমের নতুন প্রেসিডেন্ট হতে চলেছেন। তিনি প্রাক্তন টেলিকম সচিব। ২০১৪-র জানুয়ারিতে বর্তমান প্রেসিডেন্ট সোম মিত্তলের কাজের মেয়াদ শেষ হলে তিনি ওই দায়িত্ব নেবেন।
• এম এস রাঘবন আইডিবিআই ব্যাঙ্কের চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্ব নিয়েছেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.