একটুর জন্য দুর্ঘটনার হাত থেকে বাঁচল দেওঘর কলকাতা প্যাসেঞ্জার ট্রেন। শনিবার সকালে পূর্ব রেলের আসানসোল ডিভিশনের রূপনারায়ণপুর রেল স্টেশনের কাছে ডাউন লাইনে ফাটল দেখে চালক ট্রেনটি থামান। এই ঘটনার জেরে ডাউন লাইনে প্রায় ঘণ্টা খানেক ট্রেন চলাচল বন্ধ থাকে। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে কয়েকটি এক্সপ্রেস ট্রেনও।
রেল সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল সাড়ে ৮টা নাগাদ রূপনারায়ণপুর রেল স্টেশন থেকে আসানসোলের দিকে দুই কিলোমিটার দূরে ডাউন লাইনে প্রায় ফুট তিনেক ফাটল দেখা দেয়। সেই সময় রেললাইন পরীক্ষা করছিলেন গ্যাংম্যান মোজাফফর আনসারি। তাঁর জানা ছিল, ওই সময় ওই লাইন দিয়ে দেওঘর কলকাতা প্যাসেঞ্জার ট্রেনের যাওয়ার কথা। তাই তিনি ঘটনাস্থল থেকে কিছুটা এগিয়ে দাঁড়িয়ে পড়েন। তিনি বলেন, “কিছুক্ষণ পরই আমি ট্রেনটিকে দূর থেকে আসতে দেখি। প্রাণপণে হাতের লাল পতাকা ওড়াতে শুরু করি।” |
অন্যদিকে, ওই ট্রেনের চালক মহম্মদ আজিম ও সহকারী চালক আর কে সিংহ জানান, তাঁরাও অনেক দূর থেকে রেল লাইনে কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করেন। ফলে ট্রেনের গতি অনেকটাই কমিয়ে দেন তাঁরা। আর একটু সামনে এগিয়ে গ্যাংম্যানকে লাল পতাকা ওড়াতে দেখতে পান। কিছু একটা অস্বাভাবিক ঘটেছে বুঝতে পেরে ট্রেনটিকে একেবারেই থামিয়ে দেন তাঁরা।
রেল লাইনে ফাটলের ব্যাপারটি জানানো হয় পূর্ব রেলের আসানসোল ডিভিশনে। বিশেষজ্ঞের একটি দল কিছু সময়ের মধ্যেই সেখানে পৌঁছে লাইন মেরামতির কাজ শুরু করেন। সকাল পৌনে ১০টা নাগাদ মেরামতির কাজ শেষ হলে খুব ধীর গতিতে ট্রেন চলাচল শুরু হয়। এই ঘটনার জেরে বিভিন্ন স্টেশনের ডাউন লাইনে জনশতাব্দী, হিমগিরি ও অমৃতসর এক্সপ্রেস ট্রেনগুলিকে কিছুক্ষণের জন্য বিভিন্ন স্টেশনে দাঁড় করিয়ে রাখা হয়। |