টুকরো খবর
আরও বেশি গাছ লাগানোয় জোর
বনমহোৎসব উপলক্ষে খড়্গপুরের প্রেমবাজারে শোভাযাত্রা ও অনুষ্ঠান। ছবি: রামপ্রসাদ সাউ
বনমহোৎসব হল খড়্গপুরের হিজলিতে। শুক্রবার এই উপলক্ষে সকালে পদযাত্রা বের হয়। হিজলি ইকো পার্কে বৃক্ষরোপণের পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। যেখানে পরিবেশ সচেতনতায় নৃত্য, নাটক প্রভৃতি পরিবেশিত হয়। উপস্থিত ছিলেন মুখ্য বনপাল (পশ্চিম) এন ভি রাজশেখর, খড়্গপুরের এসডিপিও দ্যুতিমান ভট্টাচার্য, ডিএফও অঞ্জন গুহ প্রমুখ। প্রসঙ্গত, প্রতি বছরের মতো এ বারও ১৪ থেকে ২০ জুলাই রাজ্য জুড়ে বৃক্ষরোপণের মাধ্যমে বনমহোৎসব পালিত হচ্ছে। পশ্চিম মেদিনীপুরে বিলি হবে প্রায় ২০ লক্ষ চারা গাছ। রাজ্যে নির্বাচন বিধি লাগু রয়েছে। তাই চারা বিলি করবেন প্রশাসনের আধিকারিকেরাই। গত বুধবার মেদিনীপুরে জেলাস্তরের অনুষ্ঠান হয়েছিল। বৃহস্পতিবার ঝাড়গ্রামে রাজ্যস্তরের অনুষ্ঠান হয়। আর শুক্রবার খড়্গপুরে ছিল মহকুমাস্তরের অনুষ্ঠান। বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত সকলেই আরও বেশি গাছ লাগানোর উপর জোর দেন। তাঁদের মতে, পরিবেশকে সুন্দর রাখতে হলে গাছ লাগাতেই হবে। প্রশিক্ষণ শিবির। পরিবেশ সচেতনতার প্রসারে কৃষকদের নিয়ে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল কৃষি দফতর। শুক্রবার মহিষাদলের রাজারামপুরে ওই শিবির হয়। পরিবেশে ভারসাম্য রাখতে জৈবকৃষির ভূমিকা কীমূলত এই বিষয়টিই উঠে আসে শিবিরে। এখন আমন ধানের মরসুম চলছে। সেখানে এই পদ্ধতি কী ভাবে কৃষকরা প্রয়োগ করবেন, তা নিয়েও আলোচনা হয়।

জৈবচাষে প্রশিক্ষণ শিবির
পরিবেশ সচেতনতার প্রসারে কৃষকদের নিয়ে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল কৃষি দফতর। শুক্রবার মহিষাদলের রাজারামপুরে ওই শিবির হয়। পরিবেশে ভারসাম্য রাখতে জৈবকৃষির ভূমিকা কীমূলত এই বিষয়টিই উঠে আসে শিবিরে। এখন আমন ধানের মরসুম চলছে। সেখানে এই পদ্ধতি কী ভাবে কৃষকরা প্রয়োগ করবেন, তা নিয়েও আলোচনা হয়। উপস্থিত ছিলেন মহিষাদল ব্লকের মলুবসান, বাগদা, রাজারামপুর, মছলন্দপুর, সুন্দরা, সরবেড়িয়া, তাজপুর, বাসুদেবপুরের কৃষকরা। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ব্লকের কৃষি আধিকারিক মৃণালকান্তি বেরা, হলদিয়ার এডিও অম্লান সরকার, নন্দকুমারের এডিও অসিতবরণ মণ্ডল প্রমুখ। ব্লক কৃষি আধিকারিক জানান, রাজারামপুরের ওই প্রশিক্ষণ শিবিরে আটটি গ্রামের যে সব কৃষকরা বাদ থেকে গেলেন তাঁদের পরবর্তীকালে অন্যত্র প্রশিক্ষণ দেওয়া হবে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.