চা বাগানের শ্রমিক বস্তিতে ঢুকে এক মহিলা চা শ্রমিককে শুঁড়ে পেঁচিয়ে পিষে মারল দাঁতাল। শুক্রবার ভোরে ফালাকাটা থানা এলাকার দলগাঁও চা বাগানের দলমনি ডিভিশনে ঘটনাটি ঘটেছে। বাগানে হাতির হানারর ঘটনা টের পেয়ে যুবক ছেলের সঙ্গে বাড়ি থেকে বের হয়ে বাগানের উপর লাইনের বাসিন্দা রতিও বাগোয়ার (৫৬) পালাতে গিয়ে হাতির দলের মুখোমুখি পড়ে যান। সে সময়েই একটি দাঁতাল ওই মহিলাকে শুঁড়ে পেঁচিয়ে তুলে নিয়ে আছাড় মারে। ঘটনাস্থলেই ওই মহিলার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। প্রায় দু ঘণ্টা ধরে শ্রমিক বস্তিতে তিনটে দাঁতাল হাতি তান্ডব চালিয়ে ৩২ টি ঘর ভেঙে তছনছ করে দিয়েছে। ঘটনার পরে ক্ষুব্ধ শ্রমিকরা বাগানের চা পাতা তোলার কাজ বন্ধ করে দেন।
শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে এদিন বাগানে গিয়েছিলেন ফালাকাটার তৃণমূল বিধায়ক অনিল অধিকারী এবং আলিপুরদুয়ারের সাংসদ মনোহর তিরকে। সংসদ, বিধায়কের কাছে ক্ষতি পূরণের দাবিতে সরব হন বাগানের শ্রমিকরা। ক্ষতিপূরণ নিয়ে বন দফতরের সঙ্গে আলোচনা করা হবে বলে আশ্বাস দিলে শ্রমিকরা শান্ত হন। বন দফতরের উত্তরবঙ্গের প্রধান বনপাল বিপিন সুদ বলেন, “মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। দফতর থেকে ঘর মেরামতির টাকা দেওয়া হবে।” |
হাতির হানায় ভেঙেছে ঘর। দলগাঁও চা বাগানে রাজকুমার মোদকের তোলা ছবি। |
বন দফতর সূত্রে জানা গিয়েছে, দলগাঁও জঙ্গল থেকে তিনটে দাঁতাল বৃহস্পতিবার গভীর রাতে দলমণি ডিভিশনে ঢুকে পড়ে। ওই হাতির দলটি উপর নিচ, বিচ লাইন সহ কোয়াটার লাইনের শ্রমিক বসতি এলাকায় ঢুকে পড়ে। অন্তত ৩২টি শ্রমিক আবাসনে হাতির দলটি ভাঙচুর চালিয়েছে বলে জানা গিয়েছে। শ্রমিকদের ঘরে মজুত করে রাখা চাল, আটা, লবন খেয়ে ফেল হাতির দল। শুক্রবার ভোর পর্যন্ত হাতির দলটি বাগানে ছিল। কিছু শ্রমিকেরা মশাল জ্বালিয়ে, ক্যানেস্তারা, ঢোল বাজিয়ে হাতি তাড়ানোর উদ্যোগ নেয়। তবে সূর্য ওঠার আগেই তিন দাঁতাল বাগান ছেড়ে জঙ্গলে ফিরে যায় বলে জানা গিয়েছে।
প্রায় এক মাস ধরে হাতি হানায় বাগানের ২০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে দলগাঁ চা বাগানের ম্যানেজার গজেন্দ্র শিসোদিয়া দাবি করেছেন। তাঁর কথায়, “বিঘার পর বিঘা চা বাগান মারিয়ে নষ্ট করেছে হাতিরা। বহু শ্রমিকদের ঘর বাড়ি নষ্ট করছে। হাতি হানা রোধে বন দফতরকে আরও উদ্যোগী হতে হবে।” দলদমনি ডিভিশনের বাসিন্দা চা শ্রমিক সঞ্চরিয়া কেরকাট্টা বলেন, “বাড়িতে মজুত করে রাখা সাপ্তাহিক রেশন থেকে পাওয়া সমস্ত আনাজ খেয়ে সাবাড় করেছে গাতির দল। আতঙ্কে রাতে জাগতে হচ্ছে।” এদিকে ওই রাতে দলগাঁও বাগানের পাশে শিশাবাড়ি সরুগাঁও গ্রামে দুটি হাতির হানায় এক দম্পতি জখম হন। তাঁদের বীরপাড়া হাসপাতালে ভর্তি করানো হয়েছে। |