|
চিত্রকলা ও ভাস্কর্য ২... |
|
মিলেছে পুরাণকল্প এবং আধুনিকতা |
মৃণাল ঘোষ |
সম্প্রতি অ্যাকাডেমিতে ‘ইনার ভয়েস’ শিরোনামে ছ’জন শিল্পী একসঙ্গে প্রদর্শনী করলেন। তাঁদের এক জন বিমল পোদ্দার, ভাস্কর। তাঁর কাঠের ভাস্কর্যগুলিতে অভিব্যক্তিবাদী অন্তর্মুখীনতার পাশাপাশি আধ্যাত্মিক প্রশান্তিও পরিস্ফুট হয়েছে। নিলয়কান্তি বিশ্বাসের বিশ্লিষ্ট রেখার রচনাগুলির জঙ্গমতায় পুরাণকল্পের ঐতিহ্যর সঙ্গে আধুনিকতা মিলেছে। |
|
সমীর কর্মকার এঁকেছেন বেনারসের নিসর্গ ও জীবনের ছবি। বিশ্বজিৎ পাল ও সঞ্জু মান্নার আঁকা উত্তর-প্রতিচ্ছায়াবাদী নিসর্গগুলির বর্ণের ঐকতান স্পর্শ করে। অপূর্ব মজুমদার জলরঙে এঁকেছেন নগরকেন্দ্রিক নিসর্গ।
|
|
প্রদর্শনী চলছে
সিমা: ‘সামার শো’ কাল শেষ।
অ্যাকাডেমি: চিত্রাঙ্গন আর্ট স্কুলের প্রদর্শনী আজ শেষ। ইছাপুর আর্টিস্ট সার্কল ২৪ পর্যন্ত। সৌমেন দাস, রুমা সামন্ত প্রমুখ ২৪ জুলাই পর্যন্ত।
তাজ বেঙ্গল: শুভঙ্কর হালদার কাল শেষ।
গ্যালারি ৮৮: সোহিনী ধর, পরিতোষ সেন প্রমুখ ১০ অগস্ট পর্যন্ত।
উজ্জ্বল দেবনাথ ২৮ জুলাই পর্যন্ত। |
|