কলকাতা থেকে কখনওই ছিল না অস্ট্রেলিয়ার সরাসরি উড়ান। কিন্তু এ বার দিল্লি থেকে সরাসরি অস্ট্রেলিয়া যাওয়ার যে উড়ান চালু করছে এয়ার ইন্ডিয়া, তাতে সুবিধা দেওয়া হবে কলকাতার যাত্রীদের। সংস্থা জানিয়েছে, কলকাতা থেকেই মিলবে অস্ট্রেলিয়া যাওয়ার বোর্ডিং কার্ড। যাত্রীরা নিজের মালপত্রও সরাসরি বুক করতে পারবেন অস্ট্রেলিয়ায়। দিল্লি থেকে অস্ট্রেলিয়া যাওয়ার যে ভাড়া ধরা হয়েছে, কলকাতা থেকে গেলেও সেই ভাড়াই লাগবে। সংস্থা জানিয়েছে, ২৯ অগস্ট দিল্লি থেকে শুরু হচ্ছে মেলবোর্ন ও সিডনির উড়ান। সপ্তাহে তিন দিন দিল্লি থেকে ড্রিমলাইনার বিমান প্রথমে মেলবোর্ন ও পরে সিডনি ঘুরে দিল্লি ফিরবে। বাকি চার দিন প্রথমে সিডনি ও পরে মেলবোর্ন ঘুরে দিল্লি ফিরবে। এ দিকে, কলকাতা থেকে ইয়াঙ্গনের রাজধানী মায়ানমারের উড়ানও বাড়িয়েছে এয়ার ইন্ডিয়া। সপ্তাহে দু’দিনের জায়গায় তিন দিন যাতায়াত করবে এই উড়ান। ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের তরফে দাবি, সম্প্রতি দিল্লিতে বিমানমন্ত্রী অজিত সিংহের কাছে গিয়ে এই উড়ান বাড়ানোর অনুরোধ করেছিলেন চেম্বার সদস্যরা। তার পরেই ১৭ জুলাই থেকে বেড়েছে উড়ান।
|
ভারতে লগ্নি করার ক্ষেত্রে মার্কিন বহুজাতিক ওয়ালমার্ট নিয়ম লঙ্ঘন করেছে বলে তাদের রিপোর্টে জানিয়েছে সিবিআই। রাজ্যসভার সিপিআই নেতা এম পি অচ্যুতন শুত্রবার এ কথা জানিয়ে বলেন, দেশে ভারতীর হাত ধরে ব্যবসা চালু করার সময় রিজার্ভ ব্যাঙ্ক এবং বিদেশি মুদ্রা আইন (ফেমা) লঙ্ঘন করেছে ওয়ালমার্ট। তাঁকে লেখা চিঠিতে এ রিপোর্ট পাঠালেও, এই বিষয়ে তদন্তের এক্তিয়ার তাদের নেই বলে এ নিয়ে তারা আর এগোবে না জানিয়েছে সিবিআই।
|
পণ্য-পরিষেবা কর নিয়ে চূড়ান্ত রিপোর্ট জমা দিল সংসদীয় স্থায়ী কমিটি। আগামী বাদল অধিবেশনেই তা সংসদে পেশ করার কথা। তার পর কেন্দ্র ও রাজ্যগুলি মিলিত ভাবে পণ্য-পরিষেবা কর বিলের খসড়া চূড়ান্ত করার কাজে হাত দেবে। এবং বিল পাশের জন্য ফের তা সংসদে আনা হবে। এই ব্যবস্থার ফলে যাতে রাজ্যগুলিকে রাজস্ব হারাতে না-হয়, তা-ও কেন্দ্রকে নিশ্চিত করতে বলা হয়েছে রিপোর্টে। বেশি কর আদায় হওয়া রাজ্যকে উপযুক্ত অংশ দিতেও বলা হয়েছে।
|
সামান্য হলেও (২১ পয়েন্ট) উঠল শেয়ার বাজার। মূলত টিসিএসের আশাতীত মুনাফা ও আরআইএলের (রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ) ভাল ফলের প্রত্যাশায়। পরে অবশ্য অন্তত মুনাফার অঙ্কে হতাশও করেনি মুকেশ অম্বানীর আরআইএল। চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে তাদের নিট মুনাফা ১৯% বেড়ে হয়েছে ৫,৩৫২ কোটি টাকা। যা প্রত্যাশার তুলনায় বেশি। যদিও নিট বিক্রি কমেছে ৪.৬%। এ দিকে, টানা দু’দিন পড়ার পর ডলারে ৩২ পয়সা বেড়েছে টাকার দাম।
|
খুচরো ঋণের পাশাপাশি এ বার ছোট-মাঝারি সংস্থাকে ঋণ প্রদানেও জোর দেবে ইউকো ব্যাঙ্ক। ঋণ দেওয়ার পরিমাণ বাড়াতেই এই সিদ্ধান্ত। এখন তাদের মোট ঋণের ৩৩% খুচরো ঋণ। চলতি অর্থবর্ষে তা আরও বাড়াতে চান বলে জানিয়েছেন ব্যাঙ্কের সিএমডি অরুণ কল। এ দিকে, এই অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ব্যাঙ্কের নিট মুনাফা আগের বারের থেকে ৪১% বেড়ে হয়েছে ৫১১ কোটি টাকা। ঋণ ও আমানত বেড়েছে ৭.৯৮% ও ১৪.২২%। কল বলেন, “শেয়ার ও ঋণপত্র কেনাবেচা করে ২৩৪ কোটি টাকা মুনাফা হয়েছে। যা লাভ বাড়ার অন্যতম কারণ।”
|
কার্শিয়াংয়ে নতুন আবাসন প্রকল্প ‘জন্নত’ গড়ার কাজ শুরু করল আর এন ইনফ্রাকন। এটি তৈরি হবে ৫ একর জুড়ে। বাংলো ও ছোট ফ্ল্যাট থাকবে। দাম শুরু ২০ লক্ষ টাকা থেকে। এ ছাড়াও প্রকল্পে থাকবে বুটিক হোটেল, পাঠাগার, জিম, রেস্তোরাঁ ইত্যাদি।
|
নিজেদের ৬৫তম বর্ষপূর্তি উদ্যাপন করল দামোদর ভ্যালি কর্পোরেশন। এই উপলক্ষে সম্প্রতি শহরে এক অনুষ্ঠানের আয়োজন করে সংস্থা। উদ্বোধন করেন রাজ্যপাল এম কে নারায়ণন। ছিলেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ অনেকে। |