|
|
|
|
উডসকে পিছনে ফেললেন শিব
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
পুরো সাত বছর পরে আবার ব্রিটিশ ওপেন গল্ফে নেমে শুরুটা স্বপ্নের হল শিব কপূরের। গল্ফের অভিজাত এই মেজর টুর্নামেন্টে কোর্স-এর বিন্যাস নিয়ে গল্ফারদের বড় অংশ নাজেহাল হওয়ার মধ্যেই নিজের প্রথম নয় হোল-এ ছ’টি বার্ডি করে লিডারবোর্ডে এক নম্বরে উঠে এসেছেন শিব। তাঁর পাশে প্রথম রাউন্ডে চোদ্দো হোল খেলার শেষে এক-আন্ডার স্কোরে টাইগার উডসের মতো মহাতারকা। শিব নামার আগে পর্যন্ত প্রথম রাউন্ডে পাঁচ-আন্ডার ৬৬ স্কোরে লিডারবোর্ডের শীর্ষে ছিলেন ২০০৭-এর চ্যাম্পিয়ন, যুক্তরাষ্ট্রের জাক জনসন।
মুরফিল্ডের কোর্স নিয়ে সমালোচনায় এ দিন সরব হয়েছেন ইয়ান পোলটার, ফিল মিকেলসনের মতো বড় নামেরা। কোর্সের পিন-পজিশন নিয়েই বেশি ক্ষোভ তাঁদের। অন্য দিকে, শতাব্দী প্রাচীন ব্রিটিশ ওপেন গল্ফ ক্লাবে মহিলাদের সদস্যপদ না দেওয়া নিয়ে ব্রিটেনে চলছে অন্য বিতর্ক। ক্লাবের নীতির প্রতিবাদে টুর্নামেন্ট বয়কট করেছেন ব্রিটেনের সংস্কৃতি, মিডিয়া ও ক্রীড়া সচিব মারিয়া মিলার। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন যে সিদ্ধান্ত সর্বান্তকরণে সমর্থন করেছেন। তবে শিবের খেলায় কোনও বিতর্কই কোনও ছাপ ফেলতে পারেনি।
এখানে নামার যোগ্যতা অর্জন করার পর থেকে ইতালিতে পড়ে থেকে টানা প্রস্তুতি নিয়েছিলেন শিব। একত্রিশ বছরের দিল্লির ছেলে নিজের সুইং এবং শর্ট গেম-এর উন্নতির জন্য আলাদা আলাদা খেটেছেন। মানসিক প্রস্তুতি নিয়েছেন গল্ফে মনঃসংযোগ স্থির রাখার বই পড়ে। গত কয়েক দিন ছ’বারের মেজর চ্যাম্পিয়ন নিক ফালদোর মতো মহাতারকার সঙ্গে প্র্যাক্টিসও করেন। টুর্নামেন্টের আগে শিব বলেছিলেন, “একমাত্র ভারতীয় হিসাবে আমার উপর ফোকাসটা থাকবে জানি। কিন্তু তার প্রভাব খেলায় পড়তে দেব না। প্রথম লক্ষ্য কাট পাওয়া।” এ দিন শুরুটা যা করলেন, তাতে কাট পাওয়ার দিক বেশ খানিকটা এগিয়ে গেলেন শিব। |
|
|
|
|
|