সন্তানের জন্ম দিতে গিয়ে এক প্রসূতির মৃত্যুর ঘটনাকে ঘিরে বিক্ষোভ চলল পুরুলিয়া সদর হাসপাতালে। মৃতার নাম কলাবতী মাহাতো (২২)। পুরুলিয়া মফস্সল থানার চুনারডি গ্রামে তাঁর বাড়ি। বুধবার সকালে তাঁর মৃত্যুর খবর পেয়ে আত্মীয়েরা হাসপাতাল চত্বরে ক্ষোভে ফেটে পড়েন। ওয়ার্ড মাস্টারের অফিসে ঢুকে তাঁরা চিকিৎসাকদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে কিছুক্ষণ বিক্ষোভ দেখান। পরে হাসপাতাল সুপার নীলাঞ্জনা সেনের কাছে তাঁরা এ ব্যাপারে অভিযোগ করেন। তিনি তদন্তের আশ্বাস দেওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়। |
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে সন্তানসম্ভবা কলাবতীকে প্রথমে পুরুলিয়া ২ ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে স্থানান্তর করা হয় পুরুলিয়া সদর হাসপাতালে। কলাবতীর স্বামী পেশায় দিনমজুর যুধিষ্ঠির মাহাতোর অভিযোগ, “চিকিৎসকদের কথা মতো স্ত্রীর জন্য রক্তের ব্যবস্থাও করা হয়েছিল। তখন স্ত্রী বেশ সুস্থও ছিল। কিন্তু বুধবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষ খবর দেন স্ত্রীর মৃত্যু হয়েছে। পুরোটাই অবিশ্বাস্য। চিকিৎসকদের গাফিলতি না থাকলে ওর মৃত্যু হতে পারে না।” পরে হাসপাতালের সুপার বলেন, “আমি খবর নিয়ে জেনেছি, ওই প্রসূতি রাতে একটি মৃত সন্তানের জন্ম দেন। সেই সময় অতিরিক্ত রক্তক্ষরণ হয়। রক্ত দেওয়ার চেষ্টা করা হলেও পুরো রক্ত টানতে পারেননি। রক্তক্ষরণের কারণেই তাঁর মৃত্যু হয়।” চিকিৎসকদের গাফিলতি রয়েছে কি না তা নিয়ে তদন্ত করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। |