টুকরো খবর
পতাকা ছেঁড়ায় নালিশ, ধৃত পাঁচ কংগ্রেসকর্মী
তৃণমূলের পতাকা, ফেস্টুন ও ফ্লেক্স ছেঁড়ার অভিযোগে পাঁচ কংগ্রেস সমর্থককে গ্রেফতার করল পুলিশ। ধৃত রাকেশ সেখ, রানা মিস্ত্রি, তারক স্বর্ণকার, অখিল পাল ও অমিত বসাক করিমপুরের রামকৃষ্ণপল্লির বাসিন্দা।
স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, গত কয়েকদিন ধরে রাতের অন্ধকারে দলের পতাকা, ফেস্টুন ছিঁড়ে কেউ বা কারা চলে যাচ্ছিল। করিমপুর-১ ব্লক তৃণমূলের সভাপতি সুবল ঘোষ বলেন, “মঙ্গলবার রাতে কংগ্রেসের ওই সমর্থকরা যখন করিমপুরের একাধিক জায়গা থেকে পতাকা, ফেস্টুন এবং ফ্লেক্স ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছিল তখন আমাদের দলের ছেলেরা ওদের ধরে ফেলে।”

ছিন্ন ব্যানার। —নিজস্ব চিত্র।
এরপরই পুলিশ এসে তাদের গ্রেফতার করে। অভিযোগ অস্বীকার করে করিমপুরের কংগ্রেস নেতা তারক সরখেল বলেন, “আমাদের দলের ছেলেরা রাতে দলের পতাকা টাঙাতে বেরিয়েছিল। তৃণমূল মিথ্যে অভিযোগ দায়ের করে আমাদের ছেলেদের ফাঁসাতে চাইছে।” ধৃতদের বিরুদ্ধে পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৩৪, ৩৭৯ ও ৪২৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

অর্থলগ্নি সংস্থার কর্ণধারের দেহ উদ্ধার

শৌচাগার থেকে উদ্ধার করা হল স্থানীয় অর্থলগ্নিসংস্থার এক কর্ণধারের ঝুলন্ত দেহ। পুলিশ জানিয়েছে মৃত পূর্ণচন্দ্র সাহা (৫০) করিমপুরের সুভাষপল্লির বাসিন্দা। বুধবার সকালে হোগলবেড়িয়ার হরেকৃষ্ণপুর এলাকার একটি বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তেহট্টের এসডিপিও সুনীল শিকদার বলেন, ‘‘মৃতের স্ত্রী পিঙ্কি সাহার অভিযোগের ভিত্তিতে নয়জনের বিরুদ্ধে একটি খুনের মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গিয়েছে সোমবার সকালে বহরমপুরে মিটিং এ যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন পূর্ণবাবু। তারপর তিনি আর বাড়ি ফেরেননি। পূর্ণবাবুর ছেলে প্রলয়ের কথায়, “মা অনেকবার ফোন করেছিল। কিন্তু বাবার ফোন বন্ধ ছিল। মঙ্গলবার ফোনে বাবার সঙ্গে আমাদের কথা হয়। তখনই জানতে পারি হরেকৃষ্ণপুরে একটি বাড়িতে বাবাকে আটকে রাখা হয়েছে। ওইদিন সন্ধ্যায় বাড়িতে দুজন লোক এসে মাকেও সেখানে নিয়ে যায়।” পুলিশ জানিয়েছে পূর্ণবাবুর ওই সংস্থায় টাকাপয়সা সংক্রান্ত বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরেই সমস্যা চলছিল। তার জেরেই এমনটা ঘটল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

শ্লীলতাহানির অভিযোগ

সপ্তম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে। জিয়াগঞ্জ পুরসভার বাসিন্দা ওই ছাত্রী স্থানীয় একটি দোকানে পুজোর জিনিস কিনতে গিয়েছিল। সেই সময়ে দোকান মালিক পঞ্চাশোর্ধ্ব গোপাল দত্ত ঘরের ভেতরে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। রবিবার সকালে ওই ঘটনার পর থেকেই পলাতক দোকান মালিক। গোটা বিষয়টি জানতে ছাত্রীর বাবা ওই দোকানে পৌঁছাতেই তাকে মারধর করা হয় বলেও অভিযোগ। মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুলাল দত্ত নামে এক জনকে গ্রেফতার করে। মুর্শিদাবাদের অতিরিক্ত পুলিশ সুপার (লালবাগ, মুর্শিদাবাদ) মৃণাল মজুমদার বলেন, “গোপাল দত্তের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি পলাতক। ঘটনার তদন্ত চলছে।” জেলায় সভা। জেলায় পঞ্চায়েত নির্বাচনের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গেই চড়ছে প্রচারের পারদ। বুধবার কান্দি মহকুমায় চারটি সভা করেন মুর্শিদাবাদ জেলা কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। অন্য দিকে, এ দিন ওই মহকুমার বড়ঞা ব্লকে ভোটের প্রচারে গিয়েছিলেন রাজ্য কৃষি দফতরের প্রতিমন্ত্রী বেচারাম মান্না। সুন্দরপুর, পাঁচথুপি, ভবানীনগরে প্রচার করেন তিনি।

বাড়ি পোড়ানোয় অভিযুক্ত তৃণমূল

ঘরছাড়া দলীয় কর্মীদের বাড়ি পোড়ানোর অভিযোগ করল সিপিএম। অভিযোগ তির শাসকদলের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে চাপড়ার হাতিশালায় গ্রামের ন’টি ঘর ভস্মীভূত হয়েছে। পুলিশ জানায়, ওই বাড়িগুলিতে কোনও লোক ছিল না। আচমকা ঘরগুলি দাউ দাউ করে জ্বলে ওঠে। জেলা পুলিশের ডিএসপি (সদর) দিব্যজ্যোতি দাস বলেন, “অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।” দিন কয়েক আগে ওই গ্রামের তৃণমূল সমর্থক মিঠু ঘোষের (৩৭) মৃত্যু হয় বোমার আঘাতে। অভিযোগ উঠেছিল সিপিএমের বিরুদ্ধে। সিপিএমের প্রাক্তণ বিধায়ক সামসুল ইসলাম মোল্লা বলেন, “ঘটনার পর থেকে কিছু কর্মী ঘর ছাড়া ছিলেন। তৃণমূলের মদতপুষ্ট দুষ্কৃতীরা তাঁদের বাড়ি পুড়িয়েছে।” তৃণমূলের জেলা সভাপতি গৌরীশঙ্কর দত্ত বলেন, “এমন ঘটনার কথা জানা নেই।”

দুষ্কৃতী হানা

খিড়কির দরজা ভেঙে বাড়িওয়ালার মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে লুটপাঠ চালাল দুষ্কৃতীরা। মঙ্গলবার রাতে গাংনাপুর থানার পাটুলিতে স্থানীয় ব্যবসায়ী শ্রীকান্ত দাসের বাড়িতে হানা দেয় জনা কয়েক দুষ্কৃতী। ডাকাতেরা শ্রীকান্তবাবু ও তাঁর স্ত্রী-পুত্রকে পিছমোড়া করে বেধে ফেলে। তারপর লক্ষাধিক টাকার সোনা ও হিরের গয়না হাতিয়ে চম্পট দেয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।”

দুর্ঘটনায় মৃত্যু
লরির ধাক্কায় মৃত্যু হল এক মহিলার। বুধবার সকালে রেজিনগর থানার ৩৪ নম্বর জাতীয় সড়কে রেজিনগর মোড় সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে মৃত শঙ্করী মণ্ডল (৪৭) হরিহরপাড়ার বিহারিয়া গ্রামের বাসিন্দা। জানা গিয়েছে শঙ্করীদেবী এ দিন এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। রেজিনগর মোড়ে নামার পর একটি লরি তাকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.