অভিযুক্ত টালিগঞ্জের অভিনেত্রী
নিজস্ব সংবাদদাতা |
বেআইনি ভাবে দোকানে ঢুকে নগদ ১০ লক্ষ টাকা-সহ মূল্যবান জিনিসপত্র লুঠের অভিযোগ উঠল টালিগঞ্জের এক অভিনেত্রীর বিরুদ্ধে। পুলিশ জানায়, অভিযোগকারী চন্দন চৌধুরী একটি সংস্থার শীর্ষকর্তা। গত অক্টোবরে মেঘনা হালদার নামে এক অভিনেত্রীর সঙ্গে যোধপুর গার্ডেন্সে একটি বুটিক খোলেন চন্দনবাবু। তার অংশীদারি নিয়ে দু’জনের গোলমাল ছিল। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। সম্প্রতি চন্দনবাবু লেক থানায় অভিযোগ করেন, মেঘনা কয়েক জন সহযোগীকে নিয়ে তালা ভেঙে বুটিকে ঢুকে নগদ ১০ লক্ষ টাকা ও জিনিস নিয়ে গিয়েছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখলেও কাউকে গ্রেফতার করেনি। চন্দনবাবুর অভিযোগের পরিপ্রেক্ষিতে মেঘনা বলেন, “এ সব নিয়ে আমি কিছু বলব না। যা করার আমার উকিল করবেন।”
|
ধাপার মাঠপুকুরে তৃণমূল নেতা অধীর মাইতিকে খুনের ঘটনায় তৃণমূল কাউন্সিলর শম্ভুনাথ কাও-সহ ছয় অভিযুক্তের বিচার হবে আলিপুরের এক নম্বর ফাস্ট ট্র্যাক আদালতে। অভিযুক্তদের বুধবার অলিপুর জেলা জজের আদালতে হাজির করানো হয়। ওই আদালত এক নম্বর ফাস্ট ট্র্যাক আদালতের বিচারককে এই মামলা বিচার করার দায়িত্ব দিয়েছেন। আগামী ৩১ জুলাই ওই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।
পুরনো খবর: কাও, মুন্নার জামিনের আবেদন খারিজ কোর্টে |