টুকরো খবর |
কাজের মর্যাদা চেয়ে বিক্ষোভ ইনমোসা-র
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
একই কাজ করলেও আধিকারিকদের সমান মর্যাদা পাচ্ছেন না ওভারম্যান ও মাইনিং সর্দাররা, এই অভিযোগে সোমবার থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করছে ইন্ডিয়ান ন্যাশনাল মাইনস অফিসিয়াল অ্যান্ড সুপারভাইজারি স্টাফ অ্যাসোসিয়েশন (ইনমোসা)। সংস্থার সর্বভারতীয় সাধারণ সম্পাদক পূর্ণচন্দ্র মিশ্র জানান, ভূগর্ভে মাইনিং সর্দাররা বিভাগের সব কাজ দেখেন। কয়লা কাটার জন্য বিস্ফোরণ ঘটাতে প্রয়োজনীয় সব কাজের তদারকি করেন। তাঁদের কাজ দেখেন ওভারম্যানেরা। তারও উপরে রয়েছেন একজন করে সহকারি প্রবন্ধক। সম্পাদকের ক্ষোভ, খনিতে কোনও দুর্ঘটনা ঘটলে ওভারম্যানের নামেই কেস হয়। সমান গুরুত্বপূর্ণ কাজ করলেও কার্যক্ষেত্রে মাইনিং সর্দার এবং ওভারম্যানরা উপেক্ষিত। তাঁদের দাবি, সংগঠনকে জেসিসি এবং জেডিসিসির প্রতিনিধিত্বের অধিকার দিতে হবে। এছাড়া মাইনিং সর্দার এবং ওভারম্যান পদে বহু শূন্যপদ রয়েছে। নিয়োগ না হওয়ায় কম লোককে বেশি কাজ করতে হচ্ছে। আগামী সোমবার থেকে কালো ব্যাজ পরে ইনমোসার সদস্যরা কাজ করবেন বলে জানান সম্পাদক। ৫ অগস্ট গণছুটিও নেবেন বলে জানান তাঁরা। ইসিএলের সিএমডির কারিগরি সচিব নীলাদ্রী রায় জানান, এবিষয়ে আলোচনা চলছে।
|
তিন জনের জেল
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
খুনের দায়ে অভিযুক্ত তিন জনের ছ’বছরের সশ্রম কারাদণ্ডের শাস্তি হয়েছে বুধবার আসানসোল আদালতে। অতিরিক্ত দায়রা বিচারক (১) আশিসকুমার সিকদার এ দিন এই সাজা শুনিয়েছেন। দোষীদের দু’হাজার টাকা করে জরিমানাও ধার্য করা হয়েছে। অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন তিনি। দোষী তিন জন মহম্মদ হায়দার আলি, ছোট্টু আনসারি ও আমজাদ আনসারি কুলটির বালতোড়িয়ার বাসিন্দা। ২০০২ সালের ২৩ এপ্রিল তারা প্রতিবেশী মহম্মদ নাসিমকে লাঠি, লোহার রড ও ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত নাসিমকে ধানবাদ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি মারা যান। মৃতের পরিবারের তরফে অভিযোগ পেয়ে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে।
|
নতুন শ্রেণিকক্ষ
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
মঙ্গলবার দুর্গাপুরের ২১ নম্বর ওয়ার্ডের রাঁচি কলোনিতে দু’টি শিশুশিক্ষা কেন্দ্রের শ্রেণিকক্ষ উদ্বোধন করলেন মেয়র অপূর্ব মুখোপাধ্যায়। তুলসি দাস ও মুন্সি প্রেমচাঁদ শিশুশিক্ষা কেন্দ্রদুটিতে স্থায়ী শ্রেণিকক্ষের অভাবে বিপাকে পড়ত পড়ুয়ারা। সাহায্যে এগিয়ে আসেন স্থানীয় সাংসদ সইদুল হক ও পুরসভার ৩ নম্বর বোরোর চেয়ারম্যান চন্দন সাহা। পুরসভা সূত্রে জানা গিয়েছে, সাইদুল হক সাংসদ কোটা থেকে ১ লক্ষ ৭০ হাজার টাকা দেন। চন্দনবাবু পুরসভায় কাউন্সিলর হিসাবে পাওয়া ৫ মাসের ভাতা মোট ২০ হাজার টাকা দান করেন। স্কুল কমিটির হাতে ছিল ৭০ হাজার টাকা। সেই টাকায় দুটি কেন্দ্রের জন্য দুটি শ্রেণিকক্ষ গড়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর চন্দনবাবু।
|
হবে রাস্তা, শৌচাগার
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের একটি রাস্তা ও কমিউনিটি শৌচাগার বানানোর জন্য মন্ত্রী মলয় ঘটকের বিধায়ক তহবিল থেকে প্রায় দু’কোটি টাকার অনুদান মিলেছে। মলয়বাবু জানিয়েছেন, ওই এলাকার বাসিন্দারা বহুদিন থেকেই ওকে রোড অটো স্ট্যান্ড থেকে রেজিনগর, ইদকা ও হাজি কদম রসুল স্কুল হয়ে কাজীনগর সেতু পর্যন্ত একটি বড় রাস্তা নির্মাণ করে দেওয়ার আবেদন জানিয়েছিলেন। তাঁদের আবেদনে সাড়া দিয়েই এই অর্থ অনুমোদন করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। নতুন রাস্তাটি এলাকার গাড়ুই নদীর তীর ধরে নির্মিত হবে। এছাড়া একটি কমিউনিটি শৌচাগারটিও নির্মাণ করা হবে। এলাকার কারবালা কবরস্থান-সহ তিনটি কবরস্থানের সীমানা পাঁচিলও তোলা হবে ওই তহবিলের টাকায়।
|
উত্তরাখণ্ডে ত্রাণ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
উত্তরাখণ্ডে ঘটে যাওয়া প্রাকৃতিক বিপর্যয়ে দুর্গতদের সাহায্যে ত্রাণসামগ্রী নিয়ে যাত্রা করেছেন ভারতীয় স্কাউট অ্যান্ড গাইডসের চিত্তরঞ্জন শাখার সদস্যরা। সংগঠন সূত্রে জানা গিয়েছে, ওষুধপত্র-সহ প্রায় দু’লক্ষ টাকার ত্রাণসামগ্রী নিয়ে তাঁরা রওনা দিয়েছেন। আসানসোলের রুফটাপস পবর্তারোহণ সংস্থার সাতজনের একটি স্বেচ্ছাসেবী দলও শনিবার উত্তরাখণ্ডের উদ্দেশ্যে যাত্রা করেছেন। জানা গিয়েছে, তাঁরা সেখানে ভারত সেবাশ্রম সঙ্ঘের ত্রাণ কার্যের সহযোগী হবেন।
|
কংগ্রেসের অবরোধ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
মালদহে ভোটের প্রচারের সময় কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী কংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরীর উপরে বোমা, গুলি নিয়ে হামলা চালানোর প্রতিবাদে বুধবার আসানসোলে পথ অবরোধ করে কংগ্রেস। এ দিন দুপুর বারোটা নাগাদ আসানসোলের ব্লক সভাপতি আকাশ মুখোপাধ্যায়ের নেতৃত্বে কয়েকশো কংগ্রেস সদস্য সমর্থক হাটন রোড মোড়ে অবরোধ শুরু করে। আগাম ঘোষণা না থাকায় আচমকা এই অবরোধে নাকাল হন শহরবাসী। দুপুর ১টা নাগাদ পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়।
|
খনিকর্মীর মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
কর্মরত অবস্থায় মৃত্যু হল এক খনিকর্মীর। ঘটনাটি ঘটেছে রানিগঞ্জের মহাবীর প্যাচে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম লক্ষ্মীকান্ত বন্দ্যোপাধ্যায় (৫০)। তিনি সিহারশোল গ্রামের বাসিন্দা। এর জেরে ক্ষতিপূরণ এবং পোষ্যের চাকরির দাবিতে উৎপাদন বন্ধ করে বিক্ষোভ দেখান শ্রমিকেরা।
|
চুরিতে ধৃত দুই
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
একটি বেসরকারি গ্যাস উত্তোলন সংস্থার বেশ কিছু দামি যন্ত্রাংশ চুরির অভিযোগে হিরাপুর থানার পুলিশ রাজকুমার মোল্লা ও সানি স্মার্ট নামে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে। আসানসোল আদালতে তাদের পাঁচদিনের পুলিশ হেফাজত হয়েছে।
|
লরি আটক |
অবৈধ কয়লা পাচারের সময় বুড়িবাথান অঞ্চল থেকে কয়লা বোঝাই একটি লরি আটক করেছে জামুড়িয়া পুলিশ। লরিটিতে প্রায় ১৮ মেট্রিক টন কয়লা ছিল। লরির চালক হরদেব সিংহকে গ্রেফতার করা হয়েছে। আরও দুই অভিযুক্তকে খুঁজছে পুলিশ।
|
কোথায় কী |
দুর্গাপুর
রথযাত্রা উপলক্ষে মেলা ও অনুষ্ঠান। সন্ধ্যা ৬টা। উদ্যোগ: রথযাত্রা উৎসব ও সমাজকল্যাণ সমিতি।
ফুটবল। এএসপি মাঠ। বিকাল ৪টা। মহকুমা ক্রীড়া সংস্থা। |
|