খুন বৃদ্ধ দম্পতি, অভিযুক্ত ছেলে |
প্রতিবেশীদের তত্পরতায় ঠাকুরপুকুর এলাকা থেকে এক বৃদ্ধ দম্পতির রক্তাক্ত দেহ উদ্ধার করল পুলিশ। আজ সকালে এলাকার পুরনো বাসিন্দা পরেশ সরকারের বাড়িতে একদল লোককে মাটি খোঁড়ার আয়োজন করতে দেখেন প্রতিবেশীরা। জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে, পরেশ বাবুর ছেলে শোভন সরকারই মাটি খুঁড়তে তাঁদের ডেকেছে। সন্দেহ হতেই মাটি খোঁড়ার কাজ থামিয়ে পুলিশে খবর দেন প্রতিবেশীরা। পুলিশ এসে ওই বাড়ি থেকে ৭০ বছরের পরেশ সরকার ও তাঁর স্ত্রী ৬৭ বছর বয়সী ঊষা সরকারের রক্তাক্ত দেহ উদ্ধার করে। প্রথমিক তদন্তে পুলিশের অনুমান, ধারাল কোনও অস্ত্র দিয়ে খুন করা হয়েছে এই বৃদ্ধ দম্পতিকে। খুনে জড়িত সন্দেহে পরেশ বাবুর ছেলে শোভন সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। দেহ দু’টিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
|
আবু হাসেমের গাড়ি লক্ষ্য করে বোমা |
রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ঘিরে অশান্তি চলছেই। গতকাল দ্বিতীয় পর্যায়ের নির্বাচনে মৃত্যু হয়েছে তিন জনের। আজও নির্বাচনী প্রচারে বোমাবাজির ঘটনায় অশান্তি ছড়াল মালদহের কালিয়াচকে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আবু হাসেম খান চৌধুরী কালিয়াচকের যদুপুর গ্রামে সেখানকার কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচারে গিয়েছিলেন। বেলা ১টা নাগাদ একদল দুষ্কৃতী তাঁর কনভয় লক্ষ্য করে ইট ও বোমা ছোড়ে বলে অভিযোগ। ইট ও বোমার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর গাড়িটি, তবে তাঁর শরীরে কোনও আঘাত লাগেনি। এই ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা জড়িত, এমনই অভিযোগ স্থানীয় কংগ্রেস নেতৃত্বের। প্রদেশ কংগ্রেসের সভাপতি প্রদীপ ভট্টাচার্য অভিযোগ করেন যে, স্থানীয় তৃণমূল নেতৃত্বের প্রত্যক্ষ মদতেই এই হামলা চালান হয়েছে। এই ঘটনার নিন্দা করে রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থার সমালোচনা করেছেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। স্থানীয় তৃণমূল নেতৃত্ব অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। |