আজকের শিরোনাম
তিহাড়ে রোজা ৪৫ হিন্দু-জেলবন্দির
তিহাড় জেলে রোজা রাখছেন ১৮০০ জনেরও বেশি মুসলিম ধর্মাবলম্বী বন্দি। এদের সঙ্গে যোগ দিয়েছেন আরও ৪৫ জন জেলবন্দিও। তফাত হল, ধর্মীয় আনুগত্যের দায়ে নয়, স্বেচ্ছায় নিজেদের মুসলিম ‘ভাই’দের সঙ্গে এই আচার মানছেন ওই ৪৫ হিন্দু জেলবন্দি। ধর্মকে মূলধন করে রাজনৈতিক ফায়দা তোলার ঘটনার কথা প্রায়শই সংবাদমাধ্যমের শিরোনামে থাকলেও নজর এড়ায় না এই ঘটনার কথা, যা ধর্মীয় সংহতির নিদর্শন হিসেবে বিশেষ উল্লেখের দাবি রাখে। তিহাড় জেলের আইন বিষয়ক আধিকারিক সুনীল গুপ্ত জানিয়েছেন, এই ৪৫ জন গত ১১ জুলাই রমজানের প্রথম দিন থেকেই রোজা রাখছেন। জেল কর্তৃপক্ষকে জানিয়েছেন, পুরো রমজান মাসেই এই প্রথা মানবেন তাঁরা।

ডোমকলে সিপিএম-কংগ্রেস সংঘর্ষ, মৃত ১
আজ মুর্শিদাবাদের ডোমকলের কুশাবেড়িয়া গ্রামে সিপিএম-কংগ্রেস সমর্থকদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ওই দুই রাজনৈতিক দলের মধ্যে ব্যাপক বোমাবাজি ও গুলি বিনিময় হয় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। ঘটনায় মৃত্যু হয়েছে নৌশাদ শেখ নামে এক ব্যক্তির। বামেদের দাবি, তিনি সিপিএম সমর্থক। এ ছাড়া সংঘর্ষে আহত হয়েছেন দু’পক্ষের ১২ জন সমর্থক। আহতদের ডোমকল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগামী ২২ জুলাই মুর্শিদাবাদে পঞ্চায়েত ভোটের আগে এই ঘটনায় এলাকায় যথেষ্ট উত্তেজনার সৃষ্টি হয়েছে। এর ফলে এলাকায় পুলিশ পাহারা বসানো হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে এখনও পর্যন্ত ৬ জন কংগ্রেস সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। যদিও স্থানীয় সিপিএম নেতা মৃগাঙ্ক ভট্টাচার্যের দাবি, মূল অভিযুক্তদের গ্রেফতার না-করে নিরীহ গ্রামবাসীদেরই গ্রেফতার করেছে পুলিশ। এই সংঘর্ষের প্রতিবাদে আগামিকাল এলাকায় ১২ ঘণ্টা বনধের ডাক দিয়েছেন তাঁরা। অপর দিকে, স্থানীয় কংগ্রেস নেতা অশোক দাসের পাল্টা দাবি, সিপিএমের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই কুশাবেড়িয়ায় সংঘর্ষ হয়েছে।

দিল্লিতে পৌঁছলেন কামদুনির বাসিন্দারা
আজ সকাল সাড়ে দশটা নাগাদ দিল্লি পৌঁছলেন কামদুনি গ্রামের বাসিন্দারা। গত ৭ জুন কামদুনিতে ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে কামদুনি গ্রামের ২৪ জনের দলটি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করবে। এই দলে রয়েছেন কামদুনি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ মুখোপাধ্যায়-সহ সংবাদমাধ্যমে ইতিমধ্যেই পরিচিত মুখ টুম্পা, মৌসুমী কয়াল ও নির্যাতিতার বাবা। আজ দিল্লিতে রেলের অতিথিনিবাসে থেকে সোমবার বেলা ১২টা নাগাদ তাঁরা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.