টুকরো খবর
তৃণমূলের পতাকা ছেঁড়া নিয়ে তরজা
দোগাছি গ্রাম পঞ্চায়েতের বৈকুন্ঠ সড়ক ও তার আশপাশ এলাকায় বুধবার রাতে তৃণমূলের পতাকা ছেঁড়ার অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। শাসকদলের দাবি, ধৃতেরা কংগ্রেস কর্মী। ওই ঘটনায় শুক্রবার পুলিশ সুজন সাহা এলাকারই আর একজনকে গ্রেফতার করেছে। এলাকার লোকজনের দাবি, পতাকা ছেঁড়া নিয়ে সুজয়কে চাপাচাপি করতেই সে তার কুকীর্তির কথা স্বীকার করেন। গ্রামের লোকজন জানিয়েছে, সুজয় টিপসই দিয়ে মুচলেকা দিয়ে বলেছে, কয়েকজনকে সঙ্গে নিয়ে শাসক দলের পতাকা ছিঁড়েছে। কংগ্রেসের দাবি, ধৃত সুজয় তৃণমূলের সক্রিয় কর্মী। জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সমর চক্রবর্তী বলেন, “তৃণমূল অশান্তি তৈরির জন্য নিজের লোককে দিয়ে দলীয় পেতাকা ছেঁড়াচ্ছে। আর অন্যদের ফাসাচ্ছে।” তৃণমূলের জেলা সভাপতি গৌরীশঙ্কর দত্ত বলেন, “অনেক ফড়ে আছে, যাদের চাপ দিয়ে অনেক কিছুই লিখিয়ে নেওয়া যায়। কারা এই হাস্যকর জিনিস লিখিয়ে নিল, পুলিশের তা তদন্ত করে দেখা উচিত।”

তালিবান হানায় নিহতের দেহ পৌঁছল বাড়িতে
চলতি মাসের ২ তারিখে কাবুলে তালিবানি হানায় মারা গিয়েছিলেন রানাঘাটের শ্রীনাথপুরের বছর সাতাশের যুবক কৌশিক চক্রবর্তী। ভিন দেশ থেকে তাঁর কফিনবন্দি দেহ করে আসবে তা নিয়ে চক্রবর্তী পরিবার ও প্রতিবেশীরা চরম উৎকন্ঠায় ছিলেন। অবশেষে মৃত্যুর এগারো দিন পর শুক্রবার এল কৌশিকবাবুর সাদা কফিনে জড়ানো দেহ। তাঁর পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েন। বার বার মূর্ছা যাচ্ছিলেন কৌশিকবাবুর স্ত্রী দেবলীনা চক্রবর্তী। কান্নায় গলা শুকিয়ে গেছে মৃতের বাবা সুশান্তের চক্রবর্তীর। কোনওরকমে কান্নাভেজা গলায় তিনি বলেন, “যে সংস্থার মাধ্যমে ছেলে ন্যাটো বাহিনীর রাঁধুনির কাজে গিয়েছিল, সেই সংস্থায় দেহ আনার ব্যবস্থা করে দিয়েছে।” বছর খানেক কাজের খোঁজে বিদেশে পাড়ি দিয়েছিলেন কৌশিক চক্রবর্তী। বছর দু’য়েকের ছেলে আহানকে চোখের দেখাও দেখতে পাননি কখনও। দিন কয়েক আগে স্ত্রীকে বলেছিলেন, “শীঘ্রই বাড়ি ফিরব। ছেলের মুখ দেখব।” ফিরলেন। তবে সশরীরে নয়। কফিনবন্দী হয়ে।

বোমা ফেটে মৃত্যু
বোমা বাঁধতে গিয়ে তা ফেটে মৃত্যু হয়েছে কালু শেখ (৩২) নামে এক ব্যক্তির। বাড়ি হরিহরপাড়ার পোলপাড়ায়। শুক্রবার সকালে দৌলতাবাদের দূর্গানগর প্রাথমিক স্কুলের কাছে পাটখেত থেকে পুলিশ ওই ব্যক্তির দেহ উদ্ধার করে। মুর্শিদাবাদের পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “ওই ঘটনায় জখম আজমল শেখকে এনআরএস-এ পাঠানো হয়েছে।” কংগ্রেসের অভিযোগ, মৃত ব্যক্তি তৃণমূলের সমর্থক। শাসকদল অস্বীকার করেছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.