অনিয়মের অভিযোগ তুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে ঘেরাও করে রাখলেন অন্য শিক্ষিকা এবং অভিভাবকদের একাংশ। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে চন্দননগরের লালবাগান বালিকা বিদ্যালয়ে। দুপুর ৩টে থেকে ঘণ্টা দু’য়েক ঘেরাও চলে। পড়াশোনা লাটে ওঠে। বিক্ষোভকারী শিক্ষিকাদের অভিযোগ, বছর পাঁচেক আগে স্নিগ্ধা চক্রবর্তী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার দায়িত্ব নেওয়ার পর থেকে মিড ডে মিলের কোনও কমিটি তৈরি করা হয়নি। ছাত্রছাত্রীদের থেকে টাকা নিলেও গ্রন্থাগারে পর্যাপ্ত বই কেনা হচ্ছে না। শৌচাগার ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়েছে। অর্থ বিভাগেরও কমিটিও তৈরি করা হচ্ছে না। শিক্ষিকা অঞ্জনা ভট্টাচার্য বলেন, “ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার কাছে কোনও বিষয় জানতে চাওয়া হলে তিনি কিছুই বলেন না। উন্নয়ন খাতে কত খরচ হয়েছে, সেই হিসেবও দেখাতে পারছেন না।” এ ব্যাপারে জেলা বিদ্যালয় পরিদর্শকের দফতরেও লিখিত অভিযোগ জানিয়েছেন ওই শিক্ষিকারা। স্নিগ্ধাদেবীর অবশ্য বক্তব্য, “ওঁরা সঠিক বলছেন না। তবে, যখন-তখন যে কোনও বিষয় জানতে চাওয়া হলে সব সময় আমার পক্ষে তা সম্ভব নয়।” বিদ্যালয় পরিচালন কমিটির সম্পাদক শ্যামল মুখোপাধ্যায় বলেন, “দু’পক্ষের মধ্যে একটা সমস্যা হয়েছে। আমরা আলোচনার মাধ্যমে তা মেটানোর চেষ্টা করব।”
|
দ্বিজেন্দ্রলাল রায়ের স্মরণে |
দ্বিজেন্দ্রলাল রায়ের জন্ম সার্ধ শতবর্ষ উপলক্ষে নানা অনুষ্ঠান হল উত্তরপাড়া এবং শ্রীরামপুরে। উত্তরপাড়ার নাট্য প্রশিক্ষণ কেন্দ্র ‘মঞ্চশ্রী’র প্রয়োজনায় গত ৯ জুন দ্বিজেন্দ্রলালের কালজয়ী নাটক ‘সাজাহান’ পরিবেশিত হয়। আয়োজকেরা জানান, উত্তরপাড়ার নাট্য ইতিহাসে বহুকাল আগে (১৯১৭-১৮) বিভিন্ন সময়ে নাটকটি পরিবেশিত হয়েছিল। সেই ঐতিহ্য অনুসরণ করেই এ দিন স্থানীয় প্রবীন ও নবীন নাট্যকর্মীদের প্রচেষ্টায় উত্তরপাড়া গণভবনে নাটকটি মঞ্চস্থ হয়। পরিচালনা করেন নট ও নাট্য পরিচালক জাহ্নবীকুমার মুখোপাধ্যায়। তিনিই নাম ভূমিকায় অভিনয় করেন। সমগ্র পরিকল্পনা ও ব্যবস্থাপনায় ছিলেন মঞ্জু মুখোপাধ্যায়। গত ৬ জুলাই নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের শ্রীরামপুর শাখার উদ্যোগে অনুষ্ঠান হয় সেখানকার মাহেশে। সংগঠনের কর্মাধ্যক্ষ সুজয় শীল জানান, অনুষ্ঠানে আলোচনাচক্র আয়োজিত হয়। পাশাপাশি, নাট্য আলেখ্য, কবিতা পাঠ এবং সঙ্গীত পরিবেশিত হয়।
|
দুর্ঘটনায় মৃত্যু পুলিশ কর্মীর |
পথ দুর্ঘটনায় মৃত্যু হল গোঘাট থানার এক গ্রামীণ পুলিশের। বৃহস্পতিবার সকালে গোঘাট থানা থেকে মোটর বাইকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর নির্বাচনী সভা চণ্ডীতলায় ডিউটিতে যাচ্ছিলেন সঞ্জয় মণ্ডল (২২) নামে ওই যুবক। আরামবাগের মায়াপুর বাজারে উল্টো দিক থেকে আসা একটি লরির সঙ্গে ধাক্কা লাগে বাইকের। গোঘাটের সালিনচা গ্রামের বাসিন্দা সঞ্জয় বাইক চালাচ্ছিলেন। আরামবাগ মহকুমা হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জখম হয়েছেন তাঁর সঙ্গী আর এক পুলিশ কর্মী প্রদীপ মণ্ডল। তাঁকে কলকাতার নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। সঞ্জয়ের দেহ পাঠানো হয়েছে ময়না-তদন্তের জন্য।
|
আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার দু’জন |
বুধবার রাতে তারকেশ্বরের পিয়াসারা রাস্তার ধার থেকে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম শেখ মোক্তার আলি ও আব্দুল মির্জা। পিয়াসারাতেই বাড়ি তাদের। এক রাউন্ড গুলি-সহ একটি পাইপগান, একটি ভোজালি উদ্ধার হয়েছে। পুলিশকে দেখে ওই দুষ্কৃতীদের বাকি সঙ্গীরা পালায়। পুলিশ জানায়, হাওড়া-হুগলির বিভিন্ন এলাকায় মোটর বাইক ছিনতাই, ডাকাতি, রাহাজানি-সহ নানা অভিযোগে আছে ধৃতদের বিরুদ্ধে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ এলাকা ঘিরে ফেলে তাদের ধরে। পুলিশের দাবি ধৃতেরা জেরায় জানিয়েছে, বাইক ছিনতাই, ডাকাতির উদ্দেশেই জমায়েত হয়েছিল তারা।
|
বুধবার গভীর রাতে আগুন লেগে ক্ষতিগ্রস্ত হল হাওড়ার চেঙ্গাইলের ল্যাডলো জুট মিল। দমকল সূত্রে জানা গিয়েছে, তাদের চারটি ইঞ্জিন পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্ত চলছে।
|
রাজ্য অ্যাথলেটিক সংস্থার বার্ষিক সাধারণ সভা গত ৩০ জুন শ্রীরামপুর স্টেডিয়াম হলে অনুষ্ঠিত হল। শ্রীরামপুর মহকুমা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ওই সভা হয়। |