ক্যাম্পাস থেকে |
রাত পোহালেই পঞ্চায়েত ভোট। গাঁ-গঞ্জের ছাত্র-যুবরা ঠিক কী ভাবে দেখছে এই নির্বাচন?
ভবিষ্যতে তারা নিজেরা কি প্রার্থী হতে চায়? ক্যাম্পাসে রাজনীতি নিয়েই বা ছাত্রদের কী মত?
তারই খোঁজে কালনা মহাবিদ্যালয়ে আনন্দবাজারের প্রতিনিধি কেদারনাথ ভট্টাচার্য। |
|
এলাকার অনেকই উন্নতি হয়েছে। ভোটের পরে আশা করি পরিস্থিতি আরও ভাল হবে। নোংরা রাজনীতি বদলানোর জন্য সুযোগ পেলে নিশ্চয় প্রার্থী হতে চাই। বড় বড় রাজনীতিবিদদের অনেকেই তো কলেজ থেকেই উঠে এসেছেন।
ময়ূখ মণ্ডল, দ্বিতীয় বর্ষের ছাত্র |
|
|
এলাকায় রাস্তা, জল এসবের উন্নতি হলেও মেয়েদের নিরাপত্তা সেই আঁধারে। আশা করি পরিস্থিতির বদল ঘটবে। তবে কলেজ রাজনীতিতে কারও ক্ষতি ছাড়া ভাল হয় না। তাই কখনও এতে ঢুকতে তাই না।
টুম্পা দেবনাথ, তৃতীয় বর্ষের ছাত্রী |
|
|
চারপাশের উন্নয়ন দেখে মনে হয় ভোটের পরে মানুষ জল, রাস্তা, স্বাস্থ্য পরিষেবা ইত্যাদি নিত্য প্রয়োজনের জিনিসগুলি নাগালে পাবেন। বড় রাজনীতিবিদ হতে গেলে কলেজ থেকেই তার তালিম নিতে হয়।
সুজাউদ্দীন শেখ, প্রথম বর্ষের ছাত্র |
|
|
রাজনীতিতে থেকেই সাধারণ মানুষের জন্য সবচেয়ে বেশি কাজ করা যায়। রাজনীতির আঁতুরঘরই কলেজ। তাই সুযোগ পেলে নিশ্চয় প্রার্থী হতে চাই। কিন্তু হিংসা-হানাহানি কাম্য নয়।।
পূর্ণিমা দাস, প্রথম বর্ষের ছাত্রী |
|
|