টুকরো খবর
মহিলা নির্যাতনের নালিশ, ধৃত স্বামী
এক মহিলাকে নির্যাতনের অভিযোগে পুলিশ তাঁর স্বামী মুন্সি নুরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। বছর আটেক আগে সালারের হামিদহাটী পিলখুন্ডি এলাকার বাসিন্দা নুরুলের সঙ্গে পাড়ারই কাজিবুল নেশার বিয়ে হয়। ওই যুবক মাসখানেক ধরে কাজিবুলকে বাপের বাড়ি থেকে ৩০ হাজার টাকা আনার জন্য চাপ দিচ্ছিলেন। এ নিয়ে গ্রামে সালিশী সভাও বসে। কিন্তু ওই মহিলার উপর পুনরায় তাঁর শ্বশুর বাড়ির লোকজন নির্যাতন শুরু করে বলে অভিযোগ। মঙ্গলবার তিনি বাপের বাড়ি পালিয়ে যান। ওই দিনই মহিলা বাবা গোলাম কাইজারকে সঙ্গে নিয়ে সালার থানায় স্বামী, শ্বাশুড়ি-সহ পাঁচজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ দায়ের করেন। কান্দির এসডিপিও সন্দীপ সেন বলেন, “অভিযোগের ভিত্তিতে ওই মহিলার স্বামীকে গ্রেফতার করেছে। বাকিদের বিরুদ্ধে তদন্ত চলছে।”
ভোটের বাজারে মামুলি এই ঘটনাতেও লেগেছে রাজনীতির রং। ওই মহিলার বাবা তৃণমূলের স্থানীয় নেতা। অন্যদিকে মহিলার শাশুড়ি নূরনেহার বিবি সিপিএমের টিকিটে পঞ্চায়েত সমিতিতে লড়ছেন। কাজিবুল নেশার বাবা বলেন, “মেয়েকে মারধর করে আমাকেও সিপিএমে টানার চেষ্টা করছিল।” সিপিএমের সালার-ভরতপুর জোনাল কমিটির সম্পাদক কার্তিক মণ্ডল বলেন, “আমাদের দলীয় প্রার্থীর এ ব্যাপারে মদত ছিল না।”

হবু বর জখম, থমকে বিয়ে
পিসতুতো দাদা জাহাঙ্গীর মণ্ডলের বিয়ে ছিল বুধবার। তাই সাতসকালে দাদাকে বাইকে চাপিয়ে মাংস কিনতে বাজারে গিয়েছিলেন বছর কুড়ির মানারুল ইসলাম। কিন্তু বাজারে পৌঁছনোর আগেই ঘোষপাড়া সর্বপল্লি এলাকায় একটি পিক আপ ভ্যানের ধাক্কায় দু’জনেই জখম হন। সাদিখাঁড়দেয়াড় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় মানারুলের। অন্য দিকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন জাহাঙ্গীর। ওই ঘটনায় হতাহতদের বাড়ি জলঙ্গির ঝাউদিয়া গ্রামে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমেছে। থমকে গিয়েছে বিয়ে।

পেট্রোল পাম্পে হানা, গ্রেফতার দুই
পেট্রোল পাম্পে লুটপাঠ চালানোর অভিযোগে পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। ধৃত বিষ্ণু বিশ্বাস কৃষ্ণগঞ্জের আদিত্যপুরের বাসিন্দা। অন্য এক ধৃত সচিন মল্লিক ওরফে মিঠুনের বাড়ি কৃষ্ণনগরের ভালুকা ইটপাড়া এলাকায়। পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১০টা নাগাদ কৃষ্ণনগর-নবদ্বীপ রাজ্য সড়কের উপর ভালুকার একটি পেট্রোল পাম্পে হানা দেয় দুষ্কৃতীরা। কর্মীদের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ৫ হাজার টাকা লুঠ করে তারা। কর্মীরা চিৎকার করলে লোকজন ছুটে আসেন। পাম্পটির মালিক মধুসূদন সরকার ভালুকা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের বিদায়ী উপ প্রধান। তিনি পুলিশকে খবর দেন। পুলিশ ও এলাকার লোকজন দুষ্কৃতীদের তাড়া করে। কিছুক্ষণের মধ্যেই কানাইনগরে পুলিশ তাদের ধরে। আইসি অলোকরঞ্জন মুন্সি বলেন, “দু’জনকে গ্রেফতার করা হয়েছে। আর কেউ ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।”

তৃণমূল কর্মীকে কোপ
তৃণমূলের দুই কর্মীকে মারধরের অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে। বুধবার বড়ঞার তিলডাঙা গ্রামের ঘটনা। জখম সন্তোষ ঘোষ ও সঞ্জয় ঘোষকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনায় পুলিশ মুক্তি ঘোষ ও সুনীল বাগদি নামে দুই কংগ্রেস সমর্থককে আটক করেছে। বড়ঞা ব্লক তৃণমূলের সভাপতি ইমরান হোসেন বলেন, “ওদের নেতৃত্বে এলাকায় দল শক্তিশালী হচ্ছিল। তাই কংগ্রেস তাদের অস্ত্র দিয়ে কুপিয়েছে।” কংগ্রেসের ব্লক সভাপতি কৃষ্ণেন্দু রায়ের বক্তব্য, “এলাকায় রাস্তা হচ্ছিল। মাঝে সন্তোষের একটি অগভীর নলকূপ পড়েছিল। তা সরানো নিয়ে গ্রাম্য বিবাদের জেরেই এই সংঘর্ষ। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।”

দুর্ঘটনায় মৃত্যু
পিক আপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল নূরিবানু খাতুনের (১০)। বাড়ি বড়ঞার সুন্দরপুর এলাকায়। পুলিশ জানায়, বুধবার টিউশন সেরে বাড়ি ফেরার পথে হলদিয়া-ফরাক্কা বাদশাহী সড়কে সুন্দরপুর মোড়ে দুর্ঘটনাটি ঘটে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.