টুকরো খবর
লড়াই ডেরেক আর মর্গ্যানের
আই লিগের সেরা কোচের দৌড়ে রয়েছেন ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ ট্রেভর জেমস মর্গ্যানও। মর্গ্যান ছাড়াও সেরা কোচের দৌড়ে আছেন পুণে এফ সির প্রাক্তন কোচ ডেরেক পেরেরা, এমনকী ফেডারেশনের পৈলান অ্যারোজের আর্থার পাপাস। তবে প্রধান লড়াই ডেরেক ও মর্গানের মধ্যে। এ বারের রহিম সাহেব ট্রফি কে পাবেন তা এই মাসের শেষে বা অগস্টের প্রথম সপ্তাহে কর্মসমিতির বৈঠকে ঠিক হবে। জাতীয় কোচ উইম কোভারম্যান্স ও দলের টিডি রব বান গোটা দেশ ঘুরে প্রায় আই লিগের ম্যাচ দেখে সেরা কোচের তালিকা তৈরি করেছেন।তা ছাড়া সেরা কোচের ব্যাপারে ফেডারেশনের টেকনিক্যাল কমিটির বক্তব্যও শোনা হবে জানালেন ফেডারেশন সচিব কুশল দাস। এ দিকে আইএমজি লিগের সাফল্য নিয়ে যথেষ্ট আশাবাদী আইএমজি-রিল্যায়েন্স কতৃপক্ষ। ফুটবলার ছাড়া নিয়ে ক্লাবগুলির সঙ্গে ঝামেলা না মিটলেও লিগের ‘ব্রডকাস্টিং রাইট’ নিয়ে ইতি বাচক সাড়া পাচ্ছেন বলে জানালেন আইএমজি-র মিডিয়া ম্যানেজার লীলাধর সিংহ। জানা গিয়েছে, এই মাসেই তারা ক্লাবেদের সঙ্গে বসে ফুটবলারদের নিয়ে জট খোলার চেষ্টা করবে।

ওয়ার্নার দক্ষিণ আফ্রিকায়
ডেভিড ওয়ার্নার সম্পর্কে মনোভাব নরম করছে না ক্রিকেট অস্ট্রেলিয়া। গত মাসের গোড়ার দিকে ইংরেজ ক্রিকেটার জো রুট-কে ঘুষি মারার দায়ে অ্যাসেজ শুরু হওয়া পর্যন্ত সাসপেন্ড ছিলেন অস্ট্রেলিয়ার ওপেনার। আশা ছিল অ্যাসেজের প্রথম ম্যাচে তিনি দলে ফিরবেন। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া এখনই ওয়ার্নারকে দলে ফেরাতে নারাজ। সিএ-র চিফ এক্সিকিউটিভ জেমস সাদারল্যান্ড বলেন, “ডেভিডের প্রস্তুতি প্রথম টেস্টের জন্য আদর্শ নয়। তাই ডেভিডকে অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে জিম্বাবোয়ে আর দক্ষিণ আফ্রিকা সফরে পাঠানো হচ্ছে। অ্যাসেজ স্কোয়াডেও ও রয়েছে। আমরা ওর প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট হলেই আবার ডেভিড ইংল্যান্ডে ফিরে যাবে।”

আমেরিকায় লিয়েন্ডার
উইম্বলডন শেষ করেই লিয়েন্ডার পেজ ছুটেছেন আমেরিকায়। বিলি জিন কিংয়ের ওয়ার্ল্ড টিম টেনিসে প্রতিবারের মতো ওয়াশিংটন কাসেলস-এ খেলতে। গতবারের চ্যাম্পিয়ন লিয়েন্ডারদের ওয়াশিংটন দলের সঙ্গে সোমবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শুভেচ্ছা সাক্ষাত করেছেন। লিয়েন্ডারদের দল প্রথম দু’দিন জন ম্যাকেনরোর নিউইয়র্ক স্পোর্টটাইম ও বস্টন লবস্টারকে হারিয়ে টুর্নামেন্টের ইতিহাসে সর্বাধিক টানা ৩৪ ম্যাচ জেতার রেকর্ড করে। ছবিতে মঙ্গলবার মিক্সড ডাবলস জেতার আনন্দে লিয়েন্ডার ও মার্টিনা হিঙ্গিস।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.