ক্রেতা সেজে উদ্ধার হাতির দাঁত, ধৃত ৩
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
ক্রেতা সেজে হাতির দাঁত সহ ৩ জনকে পুলিশ গ্রেফতার করেছে। বুধবার দুপুরে কোচবিহার বাসস্ট্যান্ডের কাছে ঘটনাটি ঘটেছে। ধৃতদের কাছ থেকে প্রায় ৩৫ সেন্টিমিটার লম্বা ও প্রায় এক কেজি ওজনের হাতির দাঁতের টুকরো পাওয়া গিয়েছে। বন দফতর জানায়, ধৃতদের নাম চন্দন ওরাঁও, সঞ্জয় ভট্টাচার্য ও নিরঞ্জন কুজুর। চন্দন ও নিরঞ্জন ডুয়ার্সের বাসিন্দা। সঞ্জয় অসমের বালি-পাথরের ব্যবসায়ী। বক্সা ব্যাঘ্র প্রকল্পের ডেপুটি ফিল্ড ডিরেক্টর জেভি ভাস্কর বলেন, “চলতি বছরে বক্সার জঙ্গলে তিনটি হাতি চোরাশিকারীদের গুলিতে মারা যায়। দুটি হাতির মেলেনি। বনকর্মীরা ক্রেতা সেজে বিভিন্ন জায়গায় হাতির দাঁতের খোঁজ করেন।” বন দফতর সূত্রে জানা গিয়েছে, হাতির দাঁতটি ২ লক্ষ টাকায় বিক্রির কথাবার্তা হয়। বাসস্ট্যান্ডের কাছে একটি সাদা গাড়ি নিয়ে কয়েক জন বনকর্মী যান। ওই এলাকায় আরো দুটি গাড়ি নিয়ে বনকর্মীরা নজর রেখে তাদের ধরেন।
|
হাতির চোরাশিকার
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
চোরাশিকারে মৃত হাতির শুঁড়, কান, দাঁত কেটে নিল দুষ্কৃতীরা। গোলাঘাট -কার্বি আংলং সীমানায় রাংচালি নদীর তীরে ঘটনাটি ঘটে। বন দফতর সূত্রে খবর, দেওপাহাড় থেকে ডোলামারা উত্তর রেঞ্জের অরণ্যে দু’দিন আগে ওই হাতিটিকে গুলি করে মারা হয়
|
সাপের ছোবলে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
আরামবাগ পুরসভা এলাকার পূর্ব কাজিপাড়ায় সর্পদষ্ট হয়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। আরামবাগ গার্লস হাইস্কুলের ওই ষষ্ঠ শ্রেণির ছাত্রীর নাম রাখি ক্ষেত্রপাল (১৩)। পুলিশ জানায়, সোমবার বাড়ির কাছে ঘোলারপাড় নামে একটি আবর্জনাময় জায়গায় প্রাকৃতিক কাজে গেলে সেখানেই সাপে ছোবল মারে তাকে। আরামবাগ মহকুমা হাসপাতালে রাতে মারা যায় মেয়েটি। |