মাস পয়লায় মুম্বইয়ে শিল্পসভা মমতার
ঞ্চায়েত ভোট শেষ হওয়ার দু’দিন পরেই রাজ্যে শিল্প-বিনিয়োগ টানতে ঝাঁপিয়ে পড়তে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১ অগস্ট দেশের বাণিজ্যিক রাজধানী মুম্বইয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে শিল্প সম্মেলন করতে চলেছে রাজ্য। দেশের ৯০ জন বিশিষ্ট শিল্পপতিকে ওই সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে।
প্রথমে গত ১৩ ফেব্রুয়ারি মুম্বইয়ে এই সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু বিশিষ্ট শিল্পপতিদের অনেকেই সে সময় হাজির থাকার ব্যাপারে কথা দিতে পারেননি। তাই তখনকার মতো সম্মেলন স্থগিত করে দেয় সরকার। এ বার অধিকাংশ শিল্পপতিই উপস্থিত থাকার প্রতিশ্রুতি দিয়েছেন বলে মহাকরণের দাবি। মমতা নিজে সম্মেলনে হাজির হয়ে শিল্পপতিদের এ রাজ্যে বিনিয়োগের আহ্বান জানাবেন।
এই মহাযজ্ঞের মূল কাণ্ডারী মুখ্যমন্ত্রীর দফতর। এবং তারা শিল্প দফতরের চেয়ে অর্থ দফতরকেই বাড়তি গুরুত্ব দিচ্ছে বলে মহাকরণের অফিসারদের একাংশের মধ্যে গুঞ্জন। তাঁরা বলছেন, শিল্প দফতরকে খানিকটা পাশ কাটিয়েই মুখ্যসচিবের অফিস থেকে সম্মেলনের যাবতীয় আয়োজন করা হয়েছে। এমনকী, কোন কোন শিল্পপতিকে ডাকা হবে তার তালিকা তৈরি করেছেন মুখ্যসচিব সঞ্জয় মিত্র। শিল্পপতিদের আমন্ত্রণও জানিয়েছেন তিনিই। সঞ্জয়বাবু অবশ্য এ নিয়ে কোনও কথা বলতে রাজি হননি। মন্তব্যে নারাজ অর্থমন্ত্রী অমিত মিত্রও। তবে রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, “রাজ্যে শিল্পের স্বার্থে এই সম্মেলন জরুরি। মুখ্যমন্ত্রীর দফতরের সঙ্গে কথা বলেই আমার দফতরের অফিসারেরা কাজ করছে।” আর তাঁর দফতরের কর্তারা বলছেন, “আমরা সম্মেলনের উদ্যোক্তা নই। তবে মুখ্যমন্ত্রীর দফতর ও অর্থ দফতর যা যা সাহায্য চাইছে, তা করা হচ্ছে।”
সরকারি সূত্রের খবর, আমন্ত্রিত ৯০ জন শিল্পপতির মধ্যে কলকাতা ও বেঙ্গালুরু থেকে রয়েছেন চার জন করে। পুণে ও দিল্লি থেকে পাঁচ জন করে, এক জন সেকেন্দরাবাদের এবং বাকিরা মুম্বইয়ের। এ বার টাটা গোষ্ঠীর কণর্ধার সাইরাস মিস্ত্রি, রিলায়েন্স গোষ্ঠীর মুকেশ ও অনিল অম্বানী, বাজাজ গোষ্ঠীর মধুর বাজাজ, ভারত ফোর্জের বাবা কল্যাণী-সহ বিশিষ্ট শিল্পপতিদের সকলকেই ডাকা হয়েছে। তবে তালিকায় রতন টাটার নাম নেই। কেন? এক সরকারি কর্তার যুক্তি, “টাটা গোষ্ঠীর কর্ণধার সাইরাস মিস্ত্রিকে ডাকা হয়েছে। রতন টাটা অবসর নিয়েছেন। তাঁকে সেই কারণেই ডাকা হয়নি।”
কলকাতা থেকে ডাক পেয়েছেন আইটিসি গোষ্ঠীর যোগী দেবেশ্বর, এপিজে গোষ্ঠীর করণ পল, হর্ষবর্ধন নেওটিয়া এবং সঞ্জীব গোয়েনকা। বেঙ্গালুরু থেকে ইনফোসিসের আর গোপালকৃষ্ণন, ইউবি গোষ্ঠীর বিজয় মাল্য প্রমুখ। শিল্পগোষ্ঠীর প্রতিনিধি ছাড়াও ডাকা হয়েছে বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি ব্যাঙ্কের কর্তাকেও।
চলতি বছরের জানুয়ারি মাসে হলদিয়ায় রাজ্যের বার্ষিক শিল্প সম্মেলনের আসর বেঙ্গল লিডস-এর আয়োজন হয়েছিল। তবে শিল্প মহলের শীর্ষস্থানীয়দের বেশির ভাগই সেখানে উপস্থিত ছিলেন না। তার আগে গত ডিসেম্বরে দিল্লিতে শিল্পপতিদের সঙ্গে মিলিত হয়েছিলেন মমতা। সেখানেও বিশিষ্ট শিল্পপতিদের অনেকেই ছিলেন না। এ বার মুম্বইয়ে সেই খামতি কাটিয়ে উঠতে চাইছে রাজ্য। তবে শিল্প মহলের একাংশের মতে, শুধু শিল্পপতিদের উপস্থিতি নিশ্চিত করলেই চলবে না। রাজ্যের শিল্পনীতি নিয়ে স্পষ্ট দিশা দেখাতে হবে মুখ্যমন্ত্রীকে। এই মুহূর্তে সেটাই তাঁর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যেমন, ইনফোসিস-কর্তাকে আমন্ত্রণ জানানো হচ্ছে মুম্বইয়ে। কিন্তু পশ্চিমবঙ্গে ইনফোসিসের লগ্নি প্রকল্প এসইজেড তকমার গেরোয় আটকে রয়েছে। সেই জট খোলার রাস্তা মমতা দেখাতে পারবেন কি না, সেই দিকেই তাকিয়ে থাকবে শিল্প মহল।
ক্ষমতায় আসার পর থেকেই শিল্পক্ষেত্রে মমতাকে তাড়া করে বেড়াচ্ছে ভাবমূর্তি এবং জমির সমস্যা। শিল্প মহলের একটা অংশের ব্যাখ্যা, বিনিয়োগ আসে ভাবমূর্তির উপর ভর করে। কিন্তু গত দু’বছরে সেই লগ্নি-বান্ধব ভাবমূর্তি রাজ্য গড়ে তুলতে পারেনি বলেই তাঁদের দাবি। সেই সঙ্গে শিল্পের জন্য কৃষিজমি অধিগ্রহণ না করার নীতিতে অনড় থাকা, জমির ঊর্ধ্বসীমা আইন সংশোধন না করাও রাজ্যের শিল্প-স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে বলে তাঁদের অভিযোগ। মমতা যদিও বরাবরই বলে আসছেন, জমি কোনও সমস্যা নয়। কিন্তু নির্দিষ্ট শিল্পনীতির অভাবে তাঁর এই আশ্বাস শিল্প মহলকে সে ভাবে দিশা দেখাতে পারেনি। ফলে অর্থমন্ত্রী অমিত মিত্র বাজেট বক্তৃতায় লক্ষাধিক কোটি টাকার লগ্নি-প্রস্তাব আসার কথা ঘোষণা করলেও আর্থিক সমীক্ষায় দেখা যায়, ২০১২ সালে সাকুল্যে ৩১২ কোটি টাকা বিনিয়োগ বাস্তবায়িত হয়েছে।
এই পরিস্থিতিতে মুম্বইয়ের শিল্প সম্মেলনে যদি আমন্ত্রিত তালিকার শিল্পপতিরা সকলে এসে উপস্থিতও হন, তা হলেই যে রাজ্যের শিল্প-চিত্র উজ্জ্বল হয়ে উঠবে, এমন সম্ভাবনা কম। শিল্প মহলের দীর্ঘদিনের যে দাবি, অর্থাৎ শিল্পনীতির গোড়াকার গলদ দূর করার প্রক্রিয়া শুরু করবে কি রাজ্য? মুম্বই কি পারবে সত্যিই কোনও নতুন পর্বের সূচনা করতে?
উত্তর মিলবে মাস পয়লায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.