‘মারধর’, ধৃতের জামিন
নিজস্ব সংবাদদাতা • ময়ূরেশ্বর |
তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগে ধৃত সিপিএম কর্মীর জামিন মঞ্জুর করলেন বিচারক। ধৃত বনমালি সূত্রধরকে বুধবার রামপুরহাট আদালতে হাজির করানো হয়েছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ময়ূরেশ্বরের বেলিয়া গ্রামের বাসিন্দা বনমালিবাবুর বিরুদ্ধে দিন কয়েক আগে ওই গ্রামের এক তৃণমূল কর্মীকে মারধরের অবিযোগ উঠেছিল। ওই ঘটনায় ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। সিপিএমের পক্ষ থেকেও বেলিয়া গ্রামের তাদের এক দলীয় প্রার্থীর বাড়ি ঘেরাও এবং ভাঙচুরের অভিযোগ ওঠে। দু’পক্ষই অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। মঙ্গলবার বনমালিবাবুকে দেখতে পেয়ে তৃণমূলের লোকেরা পুলিশের হাতে তুলে দিয়েছিল। তৃণমূল নেতৃত্বের দাবি, বনমালির সম্পর্কিত দাদা বাবন সূত্রধর বর্তমানে আলিপুর সেন্ট্রাল জেলে রয়েছে। তাঁর বিরুদ্ধে মাওবাদী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে তৃণমূলের দাবি। বনমালি দাদাকে সামনে রেখে এলাকাবাসীকে ভয় দেখাতেন বলে অভিযোগ। সিপিএম নেতৃত্বে অবশ্য বনমালিকে তাঁদের কর্মী বলে মানতে নারাজ। পুলিশ জানায়, মাওবাদীদের সঙ্গে তাঁর যোগ আছে কি না জানা নেই। খতিয়ে দেখা হচ্ছে। |
জখম চালক, হাসপাতাল চত্বরে গ্যাস লিক করে আগুন
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
হাসপাতাল চত্বরে থাকা একটি গাড়িতে আগুন লেগে জখম হলেন ওই গাড়ির চালক। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটে রামপুরহাট হাসপাতালে। দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নেভায়। তার আগেই স্থানীয় বাসিন্দারা আজফার আলি নামে ওই চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। দমকল সূত্রে জানা গিয়েছে, গাড়িটিতে দু’টি গ্যাস সিলিন্ডার ছিল। কোনও কারণে গ্যাস লিক হয়ে যাওয়াতে আগুন ধরে যায়। দু’মাস আগে হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতাল চত্বরে বেআইনি গাড়ি দাঁড় করানো নিয়ে নিষেধাজ্ঞা জারি করলেও ফের তা চালু হয়। হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার সুদীপ্ত মণ্ডল বলেন, “এ দিনের ঘটনা উদ্বেগজনক। যে কোনও সময় বড় দুর্ঘটনা ঘটতে পারত। তবে যে হারে ব্যক্তিগত গাড়ি হাসপাতাল চত্বরে রাখা হচ্ছে তাতে আমরা আগে থেকেই সতর্কছিলাম। ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ-প্রশাসনকে আগেও বলেছি। ফের বলব।” |