টুকরো খবর
সংখ্যালঘু শাখা নিয়ে তরজায় অস্বস্তি কংগ্রেসে
রমজান মাসে পঞ্চায়েত ভোট হওয়ার জন্য সিপিএম-তৃণমূলের মতো সরব কংগ্রেসও। রমজানে ভোটের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তারাও। কিন্তু দলেরই সংখ্যালঘু শাখার গুরুত্বহীনতা এবং কার্যকলাপ নিয়ে চাপানউতোর অস্বস্তিতে ফেলছে কংগ্রেসকে। পশ্চিমবঙ্গে দলের দায়িত্ব পাওয়ার পরে প্রথম বার এআইসিসি নেতা সি পি জোশী প্রদেশ কংগ্রেসের সদর দফতরে এসে সাংগঠনিক শক্তিবৃদ্ধি, পঞ্চায়েত ভোটের প্রস্তুতি নিয়ে কর্মসমিতির বৈঠক করেন সোমবার। সংখ্যালঘু সেলের চেয়ারম্যান এস এম এস হায়দরের অভিযোগ, সংখ্যালঘু সেলকে গুরুত্ব না দেওয়ার জন্যই তাঁকে ওই বৈঠকে ডাকা হয়নি। অভিযোগ উড়িয়ে প্রদেশ সভাপতি প্রদীপ ভট্টাচার্য জানান, চিঠি ও ফোনে দলের সব সংগঠনকেই বৈঠকে থাকার আমন্ত্রণ জানানো হয়েছিল। কংগ্রেস সূত্রের এ-ও বক্তব্য, দলের সম্পাদকেরা কর্মসমিতির সদস্য নন। সে কারণে হায়দরের ওই বৈঠকে ডাক পাওয়ারই কথা। কিন্তু হায়দরের অভিযোগ, “গত দু’তিন মাস ধরে আমাকে প্রদেশ দফতরের কোনও বৈঠকেই ডাকা হয় না!” প্রদীপবাবুর জবাব, “যে কোনও কংগ্রেস কর্মীর জন্য প্রদেশ দফতরের দরজা সব সময় খোলা।” হায়দর সংখ্যালঘু সংগঠনের দায়িত্ব পালনে ব্যর্থ বলে অভিযোগ একাধিক প্রদেশ নেতার। তা ছাড়া এই তরজায় সংখ্যালঘু ক্ষেত্রে দলের কাজ ব্যাহত হচ্ছে দলের একাংশের আক্ষেপ।

পথ দুর্ঘটনায় মৃত্যু দুই আধিকারিকের
পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই সরকারি আধিকারিক-সহ চার জনের। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে হুগলির দাদপুরের মহেশ্বরপুরে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে। পুলিশ জানায়, মৃতেরা হলেন তন্ময় মিত্র (৬০), তাঁর স্ত্রী পূর্ণিমা মিত্র (৫৭), শ্যালক ভবানীপ্রসাদ দে (৬১) ও তাঁদের গাড়ির চালক আশিস ভকত (৩৫)। তন্ময়বাবু পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের চিফ এগজিকিউটিভ অফিসার পদে কর্মরত ছিলেন। ভবানীপ্রসাদবাবু ছিলেন বাঁকুড়ার অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি সংস্কার)। তন্ময়বাবু বাঁকুড়ার প্রতাপবাগানের বাসিন্দা। গাড়ির চালক থাকতেন বাঁকুড়ার কান্দুয়া গ্রামে। তন্ময়বাবুরা এ দিন বাঁকুড়া থেকে গাড়িতে দফতরের কাজে যাচ্ছিলেন সল্টলেক পুরভবনে। বেলা ১১টা নাগাদ মহেশ্বরপুরের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পিছনে ধাক্কা মারে। চালক-সহ চার জনই গুরুতর জখম হন। আহতদের উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যায় পুলিশ। পথেই মারা যান পূর্ণিমাদেবী, ভবানীপ্রসাদবাবু এবং আশিসবাবু। হাসপাতালে আনার পরে মারা যান তন্ময়বাবু। দেহগুলি ময়না-তদন্তে পাঠিয়েছে পুলিশ।

ভোটের দিন ছুটি
প্রতি জেলায় পঞ্চায়েত ভোটের নির্ধারিত দিনটিকে সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করল রাজ্য সরকার। মঙ্গলবার তথ্য ও সংস্কৃতি দফতর বিজ্ঞপ্তি দিয়ে জানায়, যাঁদের এলাকায় ভোট অথচ কর্মস্থল অন্যত্র, তাঁরা বিশেষ ছুটি ও যথাসম্ভব সুযোগ-সুবিধা পেতে পারেন। কেন্দ্রীয় সরকারি কর্মীরাও এই ছুটি পাবেন। ভোট শেষ হতে বেশি রাত হলে পর দিন ভোটকর্মীদের বিশেষ ছুটি দেওয়া হতে পারে।

কার্যকাল বৃদ্ধি
প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠ্যবই ও পাঠ্যক্রমকে সময়োপযোগী করতে রাজ্য সরকারের গড়া বিশেষজ্ঞ কমিটির সভাপতি অভীক মজুমদারের কার্যকালের মেয়াদ আরও দু’বছর বাড়ানো হচ্ছে। আজ, বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মেয়াদ বৃদ্ধির প্রস্তাব অনুমোদনের জন্য পেশ করছে স্কুলশিক্ষা দফতর। নতুন সরকার ক্ষমতায় আসার পরে সুনন্দ সান্যালকে সভাপতি করে কমিটি গড়া হয়। তিনি ইস্তফা দেওয়ায় সভাপতি করা হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যের শিক্ষক অভীকবাবুকে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.