সহপাঠী হয়েও কেবলমাত্র ভিন্ন সংগঠন করার জন্য ছাত্রদের মধ্যে বৈরিতা তৈরি হচ্ছে। মুখ দেখাদেখি বন্ধ হয়ে যাচ্ছে। এদেরই কেউ কেউ পঞ্চায়েত, বিধানসভা বা লোকসভায় ভবিষ্যতে প্রার্থী হবে। ভিতটাই নড়বড়ে হলে ভবিষ্যৎ ভাল হবে না।
বংশী দোলই | তৃতীয় বর্ষের ছাত্র |
ভবিষ্যতে সুযোগ পেলে নিশ্চয়ই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। দীর্ঘদিনের খুন, সন্ত্রাসের রাজনীতি দেখেছে মানুষ। দেখেছে অনুন্নয়ন। মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে আমাদেরই তো দায়িত্ব নিতে হবে।
আশুতোষ মাইতি | দ্বিতীয় বর্ষের ছাত্র |
কিছুদিন আগেও যাকে সরল-সাদাসিধে দেখেছিলাম, এখন রাজনীতির আঙিনায় হঠাৎই তাঁর অন্য মূর্তি দেখি। আমরাও কোনও কথা বলতে ভয় পাই। সব আগে এটা বন্ধ হওয়া জরুরি। চাই ভয়মুক্ত সমাজ।
অভিজিৎ সিংহ | প্রথম বর্ষের ছাত্র |
সবাই তো উন্নয়নের কথা বলে। শোষণহীন সমাজ গড়ার কথা বলে। তাহলে এত হানাহানি কেন? এ সব বন্ধ না হলে সৎ ও শান্তিকামী মানুষ রাজনীতি থেকে দূরে থাকবেন। আর সেই সুযোগে ঢুকবে বেনোজল।
সূরয মুদি | প্রথম বর্ষের ছাত্র |
গতকালের প্রশ্নের উত্তর
৮৫% হ্যাঁ, ১৫% না |
এ বার ভোটে প্রবীণ প্রার্থীদের চাইতে নবীনরা কি বেশি ভোট পাবেন?
‘হ্যাঁ’ জানাতে SMS করুন PE1<space> ‘Y’
‘না’ জানাতে SMS করুন PE1<space> ‘N’
SMS পাঠান 5667711 নম্বরে। (শর্তাবলি প্রযোজ্য) |