রাস্তা চওড়া করার জন্য দেড় বছরে সাড়ে ৩ হাজার গাছ কাটা হয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। উত্তর দিনাজপুরের ইটাহার থেকে ডালখোলা পর্যন্ত জাতীয় সড়ক সম্প্রসারণ, রায়গঞ্জ থেকে কর্ণজোড়া হয়ে কালিয়াগঞ্জ ও দক্ষিণ দিনাজপুরের তপন এলাকায় ওই গাছ কাটা হয়েছে। আরও কয়েক হাজার গাছ কাটা হবে। এতে পরিবেশের ভারসাম্যের ক্ষতি হবে। সে কথা মাথায় রেখে ‘সবুজ বাঁচাও প্রকল্প’ হাতে নিয়েছে বন দফতর। দু’সপ্তাহ ধরে প্রকল্পে দুই দিনাজপুরের বিভিন্ন এলাকার জাতীয় ও রাজ্য সড়কের ধারে গাছ লাগানোর কাজ শুরু করেছে বন দফতর। দুই জেলায় প্রায় ১০ হেক্টর জমিতে ২২ হাজার গাছের চারা লাগানোর কাজ শেষ করা হয়েছে। |
কাটা পড়ছে ‘এক একটি প্রাণ’। বালুরঘাট রাজ্য সড়কে তোলা নিজস্ব চিত্র। |
আগামী আগস্ট মাসের মধ্যে দুই দিনাজপুরের আরও ১১০ হেক্টর জমিতে প্রায় তিন লক্ষ গাছের চারা লাগানোর সিদ্ধান্ত নিয়েছে বন দফতর। উত্তর ও দক্ষিণ দিনাজপুরের বিভাগীয় বনাধিকারিক দ্বিপর্ণ দত্ত বলেন, “রাস্তা সম্প্রসারণের জন্য যে পরিমাণ গাছ কাটা হচ্ছে, তার ৫০ গুণের বেশি চারা লাগিয়ে পরিবেশের ভারসাম্য ধরে রাখার চেষ্টা করছি। বর্ষা গাছের চারা লাগানোর পক্ষে আদর্শ সময়। তাই দুই দিনাজপুর জুড়ে সবুজ বাঁচাও প্রকল্পে চারা লাগানোর কাজ শুরু হয়েছে।”
রায়গঞ্জের পরিবেশ-প্রেমী সংগঠন হিমালয়ান মাউন্টেনিয়ার্স অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি পীযূষ দাস ও পিপল ফর অ্যানিম্যাল জেলা সম্পাদক গৌতম তান্তিয়ারাও বেজায় খুশি। পরিবেশের ভারসাম্যের স্বার্থে বন দফতরে বৃক্ষরোপণ অভিযান চালুর দাবি জানিয়ে আসছেন তাঁরা।
|
কড়া নজরে হাতির ছানা
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
চা বাগানের নর্দমা থেকে উদ্ধার হওয়া হস্তিশাবকের উপর নজরদারি চালাচ্ছে বনকর্মীরা। সোমবার সকালে মেচপাড়া চা বাগানের নর্দমায় পড়া এক হস্তি শাবককে গামছা ও চাদর বেধে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা। পায়ে গামছা বাধা অবস্থাতেই হস্তিশাবকটি জঙ্গল চলে যায় বলে বন দফতর জানিয়েছে। বক্সা ব্যাঘ্র প্রকল্পের ডিএফডি অপূর্ব সেন বলেন, “হাতির বাচ্চাটিকে তার মা ফিরিয়ে নিয়েচে কিনা সেটি দেখতে এক বনকর্মী ও দুজন দিন মজুরকে হাতির বাচ্চাটির উপর নজর রাখার দ্বায়িত্ব দেওয়া হয়েছে।” হ্যামিল্টন গঞ্জের রেঞ্জ অফিসার মধুর মিলন ঘোষ জানান, বাচ্চাটি গুদামডাবরি বিটের জঙ্গলে ঢোকার পরে পাওয়া যায়নি। নিশ্চিত হতেই গুদামডাবরি বিট ও ভার্নাবাড়ি বিটে নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। |