পঞ্চায়েত ভোটের জন্য পুলিশকর্মী পাঠানোয় টান পড়েছে কলকাতা পুলিশের ভাঁড়ারে। ফলে শহরের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলার পাশাপাশি প্রায় ৮০ শতাংশের বেশি ট্রাফিক কনস্টেবল ভোটের কাজে চলে যাওয়ায় যান চলাচলও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এই অবস্থায় মঙ্গলবার কলকাতা পুলিশের সব থানা ও ট্রাফিক গার্ডের ওসিদের সঙ্গে বৈঠক করলেন পুলিশ কমিশনার সুরজিৎ করপুরকায়স্থ। ছিলেন কলকাতা পুলিশের পদস্থ কর্তারাও। কলকাতা পুলিশের প্রায় ৬০০০ কর্মীকে সোমবার পাঠানো হয়েছে পঞ্চায়েত ভোটের কাজে। এর মধ্যে প্রায় দু’হাজার শহরের ২৫টি ট্রাফিক গার্ডের কনস্টেবল। শহরের ৬৫টি থানার প্রতিটি থেকে গড়ে ১৫-২০ জন কনস্টেবলকেও পাঠানো হয়েছে এই কাজে। এত সংখ্যক পুলিশকর্মী ভোটের কাজে চলে যাওয়ায় শহরের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে এ দিন পুলিশ ট্রেনিং স্কুলে বৈঠক করেন পুলিশ কমিশনার। এ দিন তিনি থানার ওসি ও অতিরিক্ত ওসিদের নিজেদের এলাকায় টহলদারি বাড়ানোর নির্দেশ দেন। ওসি এবং অতিরিক্ত ওসি-র মধ্যে যে কোনও এক জনকে সবসময় থানায় থাকতে বলা হয়েছে। অতিরিক্ত সতর্ক থাকতে বলা হয়েছে প্রতিটি থানার সব অফিসারকে। অপরাধ ঠেকাতে তথ্য সংগ্রহে জোর দিতে বলা হয়েছে অফিসারদের। ট্রাফিক গার্ডের ওসিদের বলা হয়েছে, সার্জেন্টরা যাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে নজর রাখেন। লালবাজারের এক পদস্থ কর্তা অবশ্য জানান, পুলিশকর্মী কিছু কম থাকলেও কাজে অসুবিধা হবে না।
|
আগুনে পুড়ে গেল শ্যামবাজারের একটি রেস্তোরাঁ। মঙ্গলবার সকালের ঘটনা। দমকলের ৫টি ইঞ্জিন এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। দমকল সূত্রের খবর, পাঁচমাথা মোড়ের কাছে এপিসি রোডের উপর ওই রেস্তোরাঁয় তখন কর্মীরা রান্নার আয়োজন করছিলেন। সেই সময়ই রেস্তোরাঁর রান্নাঘরে প্রথমে আগুন লাগে। কর্মীরা বেরিয়ে আসেন। আসে শ্যামপুকুর থানার পুলিশ ও দমকল। রেস্তোরাঁ থেকে ৬-৭টি সিলিন্ডার মিলেছে। দমকলকর্মীরা জানান, রান্নার সময়ে গ্যাস লিক করে এই বিপত্তি। রেস্তোরাঁটির মালিক দেবব্রত চক্রবর্তীকে শ্যামপুকুর থানায় নিয়ে যাওয়া হলেও কোনও অভিযোগ না থাকায় পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
|
কলকাতা পুরসভার ভিতর থেকেই মোটরবাইক নিয়ে পালাল দুষ্কৃতী। মঙ্গলবার দুপুরের ঘটনা। বাইকটির মালিক পুরসভার কর্মী আর্যনারায়ণ ঘোষ। অভিযোগ, পুরভবনের ভিতরে শিবমন্দিরের পাশে সেটি রাখা ছিল। পুলিশ জানায়, বাইকটি পার্কিংয়ে ছিল। বিকেলে আর্যবাবু দেখেন, সেটি উধাও। নিউ মার্কেট থানায় অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ জানায়, পুরসভার সিসি ক্যামেরায় দেখা গিয়েছে এক ব্যক্তি সেটি নিয়ে যাচ্ছে।
|
এ বার কলকাতায় বসেই মিলবে বেলজিয়াম যাওয়ার ভিসা। এত দিন এর জন্য ছুটতে হত দিল্লি। সম্প্রতি ভারতে নিযুক্ত বেলজিয়ামের কনসাল জেনারেল সিসিল থিওন শহরের চৌরঙ্গি স্ট্রিটে নতুন ভিসা কেন্দ্রটির উদ্বোধন করেন। তাঁর দাবি, ভারত ও বেলজিয়ামের মধ্যে বাণিজ্যের সঙ্গে বাড়ছে পর্যটকের সংখ্যা। মূলত পর্যটক বাড়ছে পূর্ব ভারত থেকে। তাই, কলকাতায় ভিসা কেন্দ্রের প্রয়োজন।
|
|
বুদ্ধগয়ায় হামলার প্রতিবাদ। মঙ্গলবার, শহরে। ছবি: সুদীপ আচার্য |
|