নির্দল প্রার্থীর উপরে হামলা জামুড়িয়ায়
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া
|
এক নির্দল প্রার্থীর উপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। সোমবার রাতে জামুড়িয়ার চিঁচুড়িয়া পঞ্চায়েতের ১৭২ নম্বর সংসদ, সিদ্ধপুরে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, ওই নির্দল প্রার্থী মঙ্গলাদেবী এলাকায় তৃণমূল সমর্থক হিসেবে পরিচিত। তবে এ বার দলের টিকিট না পাওয়ায় তৃণমূলেরই একাংশ তাঁকে গোঁজ হিসেবে দাঁড় করিয়েছে। মঙ্গলাদেবীর অভিযোগ, রবিবার তাঁর সংসদে নির্বাচনী সভা করতে আসেন তৃণমূলের জামুড়িয়া ২ নম্বর ব্লকের সভাপতি তাপস চক্রবর্তী। তিনি সেখানে মঙ্গলাদেবীর নামে কটূক্তি করেন এবং হুমকি দেন বলে অভিযোগ। পরে সোমবার রাতে তৃণমূল নেতা যদুপতি পাল, কমলা গড়াই-সহ বেশ কয়েকজন সমর্থক তাঁর বাড়িতে চড়াও হন এবং তাঁকে নিগ্রহ করেন বলেও অভিযোগ। এমনকী তাঁর ১১ বছরের ছেলেকে মারধর করা হয় বলেও মঙ্গলাদেবীর দাবি। ওই ঘটনার পরেই তিনি কেন্দা ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন। তবে অভিযুক্তদের দাবি, তাঁদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। তাপসবাবু জানান, সমস্ত অভিযোগ ভিত্তিহীন। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।
|
ফের ছিনতাই
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
ফের মোটরবাইকে এসে ছিনতাই হল আসানসোলে। আসানসোল দক্ষিণ থানার আদালত লাগোয়া ঘড়ি মোড়ের কাছে মঙ্গলবার বিকেলের ঘটনা। সেন্ট্রাল ওয়াটার কমিশনের দুই কর্মী দুলাল গড়াই ও ষষ্ঠীচরণ মণ্ডল ব্যাঙ্ক থেকে কয়েক হাজার টাকা তুলে ফিরছিলেন। দুই দুষ্কৃতী মোটরবাইকে এসে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালায় বলে অভিযোগ। |