মিড ডে মিলের খাবারে পোকা রয়েছে এই অভিযোগে রাস্তা অবরোধে করে বিক্ষোভ দেখাল স্কুলের ছাত্রছাত্রী এবং অভিভাবকেরা। সোমবার দুপুরে বসিরহাটের পিঁফা রাঘবপুর প্রাথমিক স্কুলে এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ দেখা দেয়। অবস্থা বেগতিক দেখে প্রধান শিক্ষক চলে যান। পরে পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের বুঝিয়ে অবরোধ হটায়। পুলিশ সূত্রের খবর, এ দিন মিড ডে মিলের খাবার খেতে গিয়ে পড়ুয়ারা দেখে তাতে পোকা রয়েছে। তারা হইচই শুরু করে। খবর পেয়ে স্কুলে চলে আসেন অভিভাবকেরা। কিন্তু তার আগেই প্রধান শিক্ষক স্কুল ছেড়ে চলে যাওয়ায় অভিভাবকেরা ক্ষোভে ফেটে পড়েন। ছাত্রছাত্রীরা থালা-বাটি নিয়ে অবরোধে নেমে পড়ে। অবরোধে সামিল হন অভিভাবকেরাও। তাঁদের অভিযোগ, এই প্রথম নয়, এর আগেও কয়েক বার খাবারে পোকা পাওয়া গিয়েছে। স্কুলের শিক্ষক সইফুল ইসলাম বলেন, “প্রধান শিক্ষক জরুরি কাজে গিয়েছেন। মিড- ডে মিলে রান্না করা সয়াবিনের তরকারিতে পোকা পাওয়া গিয়েছে জানার সঙ্গে সঙ্গে তা না খাবার জন্য ছাত্রছাত্রীদের বলা হয়। ভবিষ্যতে যাতে এমনটা না ঘটে সে দিকে আমরা কনা নজর রাখব।”
|
অ্যাম্বুল্যান্স পরিষেবার সূচনা হল ভারত সেবাশ্রম সঙ্ঘের মেদিনীপুর শাখায়। এই উপলক্ষে রবিবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক মৃগেন মাইতি, পুরপ্রধান প্রণব বসু প্রমুখ। সঙ্গে একাদশ শ্রেণির দুঃস্থ-মেধাবী ১৫১ জন ছাত্রছাত্রীকে স্কুলের বই দেওয়া হয়েছে বলেও জানান ভারত সেবাশ্রম সংঘের মেদিনীপুর শাখার সম্পাদক স্বামী মিলনানন্দজি মহারাজ। |