টুকরো খবর
শালবনিতে মারধর, অভিযুক্ত তৃণমূল
পোস্টার লাগানো ঘিরে সোমবার দুপুরে উত্তেজনা ছড়াল শালবনি থানার কর্ণগড়ে। সিপিএমের অভিযোগ, দলীয় কর্মী-সমর্থকেরা যখন পোস্টার লাগাচ্ছিলেন, তখন তৃণমূলের লোকজন এসে বাধা দেয়। মারধর করে। বেশ কয়েকজন জখম হন। মধু পাতর নামে একজনকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালেও ভর্তি করতে হয়। তৃণমূল অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়েছে। দলের শালবনি ব্লক সভাপতি নেপাল সিংহের বক্তব্য, “কর্ণগড়ে কোনও গোলমাল হয়েছে বলে জানা নেই।” মেদিনীপুর কোতয়ালি থানার পাচরায় এসইউসি কর্মী-সমর্থকদের সঙ্গে গোলমালে জড়ায় তৃণমূলের লোকেরা। এসইউসির অভিযোগ, তৃণমূলের লোকজন আচমকাই তাদের কর্মী-সমর্থকদের উপর হামলা করে। ৮ জন মহিলা-সহ ৯ জন জখম হন। তাঁদের মেদিনীপুর মেডিক্যালে ভর্তি করা হয়। এ ক্ষেত্রেও অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল।

রথের প্রস্তুতি
রথযাত্রা উৎসবের প্রস্তুতি চলছে পুরোদমে। জগন্নাথ মন্দির সংস্কার কমিটির উদ্যোগে এ বারও মেদিনীপুরে রথযাত্রা উৎসব মহা সমারোহে পালিত হতে চলেছে। রবিবার এক সাংবাদিক বৈঠকে কমিটির কর্মকর্তারা জানান, প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। ১০ থেকে ১৮ জুলাই পর্যন্ত চলবে এই উৎসব। ১১ জুলাই মাসির বাড়ি মেলা ও ‘নীলাচল’ স্মরণিকার উদ্বোধন হবে। কমিটির কর্মকর্তাদের আশা, উৎসব সফল করতে প্রতিবারের মতো এ বারও সংশ্লিষ্ট সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।

কৃতী সংবর্ধনা
বিপ্লবী মেদিনীপুর টাইমস্ পত্রিকার উদ্যোগে ২৬তম ‘মেধা পুরস্কার ২০১৩’ হল রবিবার। শহরের বিদ্যাসাগর হলে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মৃগেন মাইতি-সহ বিশিষ্ট ব্যক্তিরা। জেলার কৃতী ও মেধাবী ছাত্রছাত্রীদের পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি ক্ষেত্রে ৭ জনকে সংবর্ধিত করা হয়। প্রতিবন্ধী ও দারিদ্র্যসীমার নীচে বসবাসকারী উচ্চ মাধ্যমিক স্তরের ৩০ জন ছাত্রছাত্রীকে পাঠ্যপুস্তক দেওয়া হয়।

আলোচনাসভা
কুসংস্কার বিরোধী আলোচনা সভা ও প্রদর্শনী হল মেদিনীপুর শহরের কবরডাঙায়। স্বাস্থ্য পরীক্ষা শিবির, রক্তদান শিবির এবং রক্তের গ্রুপ নির্ণয় শিবিরেরও আয়োজন করা হয়েছিল। ডিওয়াইএফের কবরডাঙা ইউনিটের উদ্যোগে শনিবার এই কর্মসূচি আয়োজন করা হয়েছিল।

ত্রাণে সাহায্য
উত্তরাখণ্ডের দুর্গত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে আসছে একের পর এক সংস্থা-স্কুল। এ বার প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১৫ হাজার টাকা দান করল বেলদা গঙ্গাধর অ্যাকাডেমি। সোমবারই ত্রাণ তহবিলে এই অর্থ দান করা হয়েছে বলে জানান স্কুলের প্রধান শিক্ষক ননীগোপাল শীট।

প্রতিষ্ঠা দিবস
শিশু সংগঠন বঙ্কিম স্মৃতি সব পেয়েছির আসরের প্রতিষ্ঠা দিবস উদ্যাপন হল রবিবার। এই উপলক্ষে মশাল দৌড়, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছোট ছোট ছেলেমেয়েরাই অনুষ্ঠানে যোগ দেয়। দৌড়ের নাম দেওয়া হয়েছিল ‘স্নেহ দৌড়’।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.