ডিজেল ইঞ্জিন তৈরি কমাচ্ছে মারুতি
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
ডিজেলের দাম বাড়ায় কমছে ডিজেল গাড়ির চাহিদা। তাই ডিজেল ইঞ্জিন তৈরি কমাচ্ছে মারুতি -সুজুকি। সংস্থা সূত্রে খবর, মানেসর কারখানায় তৃতীয় শিফট বন্ধ। ২০০ জন ঠিকাকর্মীকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে। সংস্থার মুখপাত্র অবশ্য দাবি জানান, “ডিজেল কারখানা পুরোদমে চলছে। তবে চাহিদা কমায় কিছু রদবদল এসেছে।” |
টিভি ব্যবসায় মুকেশ
সংবাদসংস্থা • মুম্বই |
ফের টিভি ব্যবসায় লগ্নি করলেন মুকেশ অম্বানী। তিনি এপিক টেলিভিশন নেটওয়ার্কের ২৫% অংশীদারি কিনেছেন। আগামী মাসে ওই চ্যানেলটি চালু হওয়ার কথা। |
বন্ধ ছিল ছ’মাস। এত দিন পরে আবার কলকাতা থেকে শিলং উড়ান চালু করছে এয়ার ইন্ডিয়া। সংস্থার তরফে জানানো হয়েছে, কাল, বুধবার ছোট এটিআর বিমান দিয়ে নতুন পর্যায়ে উড়ান শুরু হবে। জানুয়ারিতে বিমানের অভাবে ওই রুটে উড়ান বন্ধ হয়ে গিয়েছিল। তখন অবশ্য শুধু কলকাতা-শিলং রুটে নয়, উড়ান চালানো হতো কলকাতা-শিলং-যোরহাট রুটে। এ বার মঙ্গল ও শুক্রবার বাদ দিয়ে সপ্তাহের পাঁচ দিন সরাসরি কলকাতা-শিলং বিমান উড়বে। অগস্টের গোড়ায় শুরু হবে দিল্লি-বার্মিংহাম উড়ান। এখন দিল্লি থেকে প্রতিদিন দু’টি এবং মুম্বই থেকে একটি উড়ান লন্ডন যাতায়াত করছে। সম্প্রতি দিল্লি-লন্ডন রুটে চালু হয়েছে ড্রিমলাইনার বিমান। বার্মিংহাম রুটেও ওই ড্রিমলাইনার (বোয়িং ৭৮৭) চালানো হবে। তবে ওই বিমান অমৃতসর থেকে দিল্লি এসে বার্মিংহাম যাবে। অগস্টে দিল্লি থেকে সিডনি-মেলবোর্ন রুটে ড্রিমলাইনার চালাবে এয়ার ইন্ডিয়া। |
চিদম্বরমের আর্জি মেনে ঋণে সুদের হার কমাল ইউনিয়ন ব্যাঙ্ক। ২৫ বেসিস পয়েন্ট কমে নতুন বেস রেট হয়েছে ১০%। ব্যাঙ্ক জানিয়েছে, এর ফলে গৃহ এবং গাড়ি ঋণে সুদ কমে হল যথাক্রমে ১০% এবং ১০.৪৫%। |
রথযাত্রা উপলক্ষে বৌবাজার এবং গড়িয়াহাটের বিপণিতে সোনার গয়নার মজুরিতে ২০% এবং হিরের গয়নার মজুরিতে ৩০% ছাড় দিচ্ছে ডি কে বসাক জুয়েলার্স। প্রকল্প চলবে উল্টোরথ পর্যন্ত। |