কারওর আচরণে অস্বাভাবিকতা দেখা দিলে খোলাখুলি আলোচনা করতে হবে তাঁর সঙ্গে। কারওর উপরে জোর করে কিছু চাপিয়ে দেওয়া থেকে বিরত থাকতে হবে। তবেই রোখা যাবে মানসিক অবসাদ। রবিবার দক্ষিণ কলকাতার একটি বহুতলের আবাসিকেরা মানসিক অবসাদ নিয়ে সচেতনতা বৃদ্ধিতে একজোট হলেন। সেই আলোচনাচক্রেই উঠে এল এই কথা। এ দিন মানসিক অবসাদ রোখার পাশাপাশি, কী ভাবে বহুতল থেকে আত্মহত্যার ঘটনা রোখা যায় সে নিয়েও আলোচনা হয়। সভায় উপস্থিত ডিসি (এসএসডি) সুজয় চন্দ বলেন, আইন অনুযায়ী নিরাপত্তার জন্যই বহুতলের ছাদের দরজা বন্ধ করে রাখার নিয়ম নেই। কিন্তু এই বহুতলের টাওয়ারগুলিতে ছাদের দরজা বন্ধ করে এক জন নিরাপত্তারক্ষীকে বসিয়ে রাখা যেতে পারে। এতে বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার ঘটনা অনেকটাই রোখা যাবে বলে তিনি মনে করেন।
|
বাণী মন্দির স্কুলের প্রাক্তনী সংগঠনের উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবির হল। রবিবার শিলিগুড়ির উপকন্ঠে লালটং বস্তিতে ওই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। উদ্যোক্তারা জানান, ৭৬ জন রোগী স্বাস্থ্য পরীক্ষা করান। প্রয়োজনীয় ওষুধ নিখরচায় দেওয়া হয়েছে।
|
অ্যাম্বুল্যান্স পরিষেবার সূচনা হল ভারত সেবাশ্রম সঙ্ঘের মেদিনীপুর শাখায়। এই উপলক্ষে রবিবারের অনুষ্ঠানে একাদশ শ্রেণির দুঃস্থ-মেধাবী ১৫১ জন ছাত্রছাত্রীকে বই দেওয়া হয়েছে। |