মঞ্চ কাঁপানোর পরে এ বার টিভির পর্দায়। চেনা এবং অচেনা দর্শক শ্রোতাদের মনে অন্য রকমের অনুভব তৈরি করল বীরভূমের নাট্যসংস্থা ‘হোমানল’। গত ৯ জুন দূরদর্শনে প্রায় ১ ঘণ্টা ধরে দেখানো হল সংস্থার নাটক ‘গলগ্রহ’। সেই উপস্থাপনের পরে ব্যাপক সাড়া পেয়েছে ‘হোমানল’।
এমনিতে এই নাটকের দল বিগত ৩২ বছর ধরে ধারাবাহিক ভাবে দর্শকদের উত্কৃষ্ট নাটক উপহার দিয়ে আসছে। একই নামে সংস্থা একটি লিটল ম্যাগাজিনও প্রকাশ করে আসছে। |
বোলপুরের এই নাটকের দল এ পর্যন্ত মোট ১৫টি নাটক প্রযোজনা করেছে। যেগুলি বিভিন্ন জায়গায় অসংখ্য বার মঞ্চস্থ হয়েছে। দলের পরিচালক গোরাচাঁদ সেনগুপ্তের কথায়, “ওই নাটকগুলিই ঘুরিয়ে ফিরিয়ে বছরে প্রায় ২০ বার করে মঞ্চস্থ হয়েছে। বোলপুর ছাড়াও বর্ধমান, কলকাতা, কাঁদি, বহরমপুর-সহ রাজ্যের নানা জায়গায় আমরা অভিনয় করেছি।” দলের অধিকাংশ নাটক গোরাচাঁদবাবুরই লেখা। নতুন সাফল্যে অনুপ্রাণিত হোমানল।
|
চলে গেলেন সিউড়ির পল্টুদা |
সম্প্রতি প্রয়াত হলেন প্রবীণ বাচিক শিল্পী স্বপন বন্দ্যোপাধ্যায়। বয়স হয়েছিল ৬৫। সিউড়ির বাসিন্দা স্বপনবাবু অবশ্য ‘পল্টুদা’ নামেই অধিক পরিচিত ছিলেন। ‘দেবতার গ্রাস’, ‘পৃথিবী’, ‘শাহেনশা তোমার পুরস্কার তোমারই থাক’ এমন বহু দীর্ঘ কবিতা তিনি স্মৃতি থেকে অবলীলায় পড়ে যেতেন। তাঁর সেই আবৃত্তি এক সময় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। স্বপনবাবু অভিনয় জগতের সঙ্গেও যুক্ত ছিলেন। এক সময় ‘প্রসাম’ নাট্য সংস্থার হয়ে বেশ কিছু নাটকে নজরকাড়া অভিনয়ও করেছিলেন। এমন শিল্পীর মৃত্যুতে বীরভূমের সংস্কৃতি জগতে শোকের ছায়া নেমে এসেছে। |