টুকরো খবর |
নারী নির্যাতন বাড়ছে, পথে নেমে প্রতিবাদ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
কামদুনি-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে নারী নির্যাতন ও হত্যাকাণ্ডের প্রতিবাদে মেদিনীপুর শহরে পতযাত্রা করল নাগরিক কল্যাণ সমিতি ও গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি। রবিবার ঋষি রাজনারায়ণ বসু স্মৃতি পাঠাগার থেকে পদযাত্রা বের হয়। শহর পরিক্রমা শেষে পদযাত্রা শেষও হয় ওখানেই। দুই সংগঠনের অভিযোগ, বিগত বছরগুলিতেও বিভিন্ন ক্ষেত্রে যেমন নারী নির্যাতন ঘটেছে, প্রতিবাদীদের খুন করা হয়েছে এখনও একই ঘটনা ঘটে চলেছে। এরই প্রতিবাদে সাধারণ মানুষকে রুখে দাঁড়ানোর আহ্বান জানাতেই এই পদযাত্রা বলে সংগঠনের দাবি। সংগঠনের মতে, এ রকম চলতে থাকলে সাধারণ মানুষ কোথায় যাবে। সাধারণ মানুষ প্রতিবাদে মুখর না হলে, গণ প্রতিরোধ গড়ে না তুললে, এর থেকে মুক্তি নেই। পদযাত্রা থেকে জনমত গড়ে তোলারও ডাক দেওয়া হয়।
|
ফুটবল লিগ শুরু পশ্চিমে
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
শুরু হল আমন্ত্রণমূলক ফুটবল লিগ। জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে রবিবার থেকে এই লিগ শুরু হয়েছে মেদিনীপুর অরিবন্দ স্টেডিয়ামে। চলবে ৮ অগস্ট পর্যন্ত। ওই দিন লিগের ফাইনাল। জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির কনভেনর জগবন্ধু অধিকারী জানিয়েছেন, সব মিলিয়ে ১৬টি দল নিয়ে লিগের আয়োজন করা হয়েছে। দলগুলোকে ৪টি গ্রুপে ভাগ করা হয়েছে। এক-একটি গ্রুপে চারটি করে দল রয়েছে। লিগ পর্যায়ের খেলা চলবে ২৯ জুলাই পর্যন্ত। পরে ৩ এবং ৪ অগস্ট দু’টি সেমিফাইনাল হবে। ৮ অগস্ট ফাইনাল।
|
স্কুলের সাহায্য
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
উত্তরাখণ্ডে প্রাকৃতিক বিপর্যয়ে দুর্গতদের সাহায্যার্থে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেড় লক্ষ টাকা দিল মেদিনীপুর কলেজিয়েট স্কুল (বালক)। প্রধান শিক্ষক দিলীপ দাস জানান, সামাজিক দায়বদ্ধতা থেকে এই উদ্যোগ। ছাত্ররা অর্থ সংগ্রহে পথে নেমেছিল। ছাত্র-শিক্ষকেরা নিজেরাও টাকা দেন। শালবনির মৌপাল দেশপ্রাণ হাইস্কুলও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫ হাজার টাকা দিয়েছে। প্রধান শিক্ষক প্রসূন পড়িয়া বলেন, “এই পরিস্থিতিতে সকলেরই উচিত দুর্গত মানুষের পাশে দাঁড়ানো। সামর্থ্য মতো সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া।”
|
কোথায় কী |
রবিবার
শিবির।
রক্তের সঙ্কট কাটাতে খড়্গপুরের সংস্থা ‘শঙ্খমালা’ রক্তদান শিবিরের আয়োজন করেছে।
রেলশহরে গোলবাজারের দুর্গা মন্দিরের সভাকক্ষে সকাল সাড়ে ন’টা থেকে শিবির শুরু।
হয়েছে
মিলনমেলা।
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মীদের সংগঠনের পক্ষ থেকে রবিবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে
শিক্ষাকর্মী ও তাদের পরিবার পরিজনের এক মিলনমেলা অনুষ্ঠিত হয়। সারাদিন ব্যাপী এই অনুষ্ঠানে
ছিল নানা ধরনের সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা। বিভিন্ন বিভাগে প্রায় ২০০ জন যোগ দেন। |
|