স্কুল ফুটবলে চ্যাম্পিয়ন বৈদ্যবাটি বিদ্যানিকেতন |
বান্ধব সমিতি এবং বৈদ্যবাটি উৎসব ও মেলা কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত ‘সত্যেন বটব্যাল স্মৃতি চ্যালেঞ্জ ট্রফি’ ফুটবলে চ্যাম্পিয়ন হল বৈদ্যবাটি বিদ্যানিকেতন। হুগলির আটটি বিদ্যালয়কে নিয়ে ওই প্রতিযোগিতা গত ১৫ জুন শুরু হয় বৈদ্যবাটি স্টেশন সংলগ্ন বান্ধব সমিতির সত্যেন বটব্যাল ক্রীড়াঙ্গনে। উদ্বোধন করেন ফুটবল প্রশিক্ষক সৈয়দ নইমুদ্দিন। রবিবার ফাইনালে বৈদ্যবাটি বিদ্যানিকেতনের মুখোমুখি হয় শেওড়াফুলি সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতন। বৈদ্যবাটির স্কুলটি ৩-১ গোলে জেতে। উদ্যোক্তারা জানান, ম্যান অব দ্য ফাইনাল হয় বিজয়ী দলের সুব্রত বারিক। সর্বোচ্চ গোলদাতা ওই দলেরই অবিনাশ নায়েক। প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ের শিরোপা পেয়েছে রানার্স দলের সুজিৎ সরেন। ফাইনালে উপস্থিত ছিলেন সৈয়দ নইমুদ্দিন, প্রাক্তন গোলরক্ষক তনুময় বসু-সহ বিশিষ্টজনেরা। বৈদ্যবাটি উৎসব ও মেলা কমিটির সভাপতি নরেন চট্টোপাধ্যায় জানান, গত ৯ জুন ওই মাঠেই বান্ধব সমিতি এবং উৎসব ও মেলা কমিটির প্রাক্তনদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ আয়োজিত হয়।
|
বাড়িতে ঢুকে বন্ধুকে এলোপাথারি কুপিয়ে হত্যা করার চেষ্টা করল আর এক বন্ধু। রবিবার বিকালে ঘটনাটি ঘটেছে ভদ্রেশ্বরের চাঁপদানী এলাকায়। আহতের নাম মহম্মদ কুরবান। অভিযুক্ত পুলিশের কাছে আত্মসমর্পন করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকালে অভিযুক্ত মহম্মদ সোনি তাঁর বন্ধু কুরবানের বাড়িতে ঢুকে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপায়। কুরবান তখন বাড়িতে একাই ছিল। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে চন্দননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় চুঁচুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। |