|
|
|
|
টুকরো খবর |
অসমে বন্যা
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
উজানি অসম ও অরুণাচলে নাগাড়ে বৃষ্টির জেরে অসমের ধেমাজি-সহ ১০টি জেলায় নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। চিরাং, যোরহাট, কামরূপ, গোলাঘাট, করিমগঞ্জ, লখিমপুর, মরিগাঁও, নগাঁও, শিবসাগর, তিনিসুকিয়া জেলায় বন্যা মোকাবিলায় নেমেছে প্রশাসন। যোরহাটে ব্রহ্মপুত্র, ডিব্রুগড়ে বুড়িডিহিং, শিবসাগরে দিসাং ও শোণিতপুরে জিয়াভরালি নদীর জল বিপদসীমা ছাড়িয়েছে। রাজ্যে মোট বন্যা কবলিতের সংখ্যা পৌঁছেছে ৪০ হাজারের কাছাকাছি। |
আইবি কর্তার জেরা চান না কেন্দ্রীয় গোয়েন্দারা
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কোনও কর্তাকে সিবিআই অভিযুক্ত করলে ভবিষ্যতে সন্ত্রাস দমন অভিযানে তার খারাপ প্রভাব পড়বে বলে রবিবার প্রধানমন্ত্রীর দফতর এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে সাফ জানিয়ে দিলেন গোয়েন্দারা। ইশরাত মামলায় আইবি-র অন্যতম কর্তা রাজেন্দ্র কুমারকে অভিযুক্ত করতে চাইছে সিবিআই। কিন্তু আইবি-কর্তাদের যুক্তি, কোনও ভাবেই রাজেন্দ্র কুমারকে অভিযুক্ত করতে পারে না সিবিআই। তা হলে কোনও গোয়েন্দা-কর্তাই আর সন্ত্রাসবাদী হামলা ঠেকানোর অভিযানে জড়াতে চাইবেন না। |
|
|
|
|
|