বেসরকারি আর্থিক সংস্থায় সোনার গয়না ও টাকা রাখলে দ্বিগুণ টাকা ফেরত পাবেন। লেক থানা এলাকার বাসিন্দা এক মহিলাকে বছরের পর বছর এই লোভ দেখিয়ে টাকা-গয়না আত্মসাৎ করেছিলেন শ্যামপুকুর থানা এলাকার বাসিন্দা সুদীপ ভট্টাচার্য। কিন্তু টাকা দ্বিগুণ তো দূর অস্ত, দিনের পর দিন মূল টাকা ফেরত চেয়েও লাভ হয়নি। অগত্যা পুলিশের শরণাপন্ন হন লেক থানার পূর্ণদাস রোডের বাসিন্দা বনানী বন্দ্যোপাধ্যায়। সেই অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে শ্যামপুকুরের বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, পারিবারিক ব্যবসার সূত্রে সুদীপের সঙ্গে আলাপ হয় বনানীদেবীর। তার পর থেকে সুদীপ প্রায়শই বনানীদেবীর বাড়িতে যেতেন। এমনকী, তাঁর পারিবারিক কাজেও যুক্ত হয়ে পড়েছিলেন তিনি। কিন্তু ২০০৫ সালে বনানীদেবীর ব্যবসায় মন্দা দেখা দেয়। তখন সুদীপ বনানীদেবীকে বিভিন্ন বেসরকারি আর্থিক সংস্থায় টাকা রাখার পরামর্শ দেয় বলে অভিযোগ। ব্যবসায় মন্দা চলায়, টাকা রেখে সুদ পাওয়ার লোভে বনানীদেবীও তাঁর হাতে প্রায় ২৫ লক্ষ টাকা এবং নিজের সব গয়না তুলে দেন। কিন্তু কোনও টাকা ফেরত না পাওয়ায় বনানীদেবী গত ২৫ জুন লেক থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতেই শনিবার রাতে ধরা পড়ে সুদীপ। রবিবার ধৃতকে আদালতে ১২ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজত দেয়। |