রাজস্থানে কেয়ার্ন ৩ বছরে লগ্নি করবে ৩০০ কোটি ডলার
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
রাজস্থান তেল ক্ষেত্রে আগামী তিন বছরে ৩০০ কোটি ডলার (১৮ হাজার কোটি টাকা) লগ্নি করবে কেয়ার্ন ইন্ডিয়া। এই অঞ্চলে অশোধিত তেল উত্তোলন বাড়ানো এবং নতুন কূপ খননের জন্য ওই লগ্নি করা হবে বলে জানান সংস্থার সিইও পি এলাঙ্গো। ২০১৪-র মার্চের মধ্যে ওই ক্ষেত্রে উৎপাদন ২৩% বাড়িয়ে দিনে ২.১৫ লক্ষ ব্যারেল করতে চায় সংস্থা। পাশাপাশি, সমগ্র রাজস্থান তেল ক্ষেত্রে নতুন করে ৪৫০টি কূপ খননেরও পরিকল্পনা নিয়েছে কেয়ার্ন ইন্ডিয়া। এখানে তাদের মোট পাঁচটি তেল ব্লক রয়েছে: মঙ্গলা, ভাগ্যম, ঐশ্বর্যা, রাগেশ্বরী এবং সরস্বতী।
|
সোনা আমদানি কমতে পারে জুনে
সংবাদসংস্থা • মুম্বই |
সোনা আমদানি কমার ইঙ্গিত মিলল। স্বর্ণশিল্প সূত্রের দাবি, জুনের হিসেবে তা ২৪% কমে দাঁড়াতে পারে ৩৮ টনে। প্রসঙ্গত, চলতি খাতে লেনদেন ঘাটতিতে রাশ টানতে সোনা আমদানি কমাতে চায় কেন্দ্র। গত এক বছরে আমদানি শুল্ক ২% থেকে বাড়িয়ে করা হয়েছে ৮%। ব্যাঙ্কের সোনা আমদানিতেও বিধিনিষেধ এনেছে রিজার্ভ ব্যাঙ্ক। অল ইন্ডিয়া জেম্স অ্যান্ড জুয়েলারি ট্রেড ফেডারেশন-ও তার সদস্য ব্যবসায়ীদের সোনার বার ও মুদ্রা বিক্রি বন্ধের আর্জি জানিয়েছে।
পুরনো খবর: সোনা আমদানিতে রাশ টানছে ব্যাঙ্ক
|
আর-কমের আবাসন সম্পদ পৃথক সংস্থায়
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
অনিল অম্বানীর সংস্থা আর-কম তার আবাসন ও জমি-বাড়ির মতো সম্পদ আলাদা করে নিয়ে নতুন সংস্থায় স্থানান্তরিত করছে। শেয়ার বাজারে নথিভুক্ত হচ্ছে রিলায়্যান্স প্রপার্টিজ নামে ওই সংস্থা। আর-কমের শেয়ারহোল্ডাররা ১:১ অনুপাতে নিখরচায় ওই শেয়ার পাবেন। |