টুকরো খবর
নাবালিকাকে ধর্ষণ, অভিযুক্ত সিপিএম কর্মী
মূক ও বধির এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল রানিগঞ্জের টিরাট কোলিয়ারি এলাকায়। রবিবার সিপিএমের পঞ্চায়েত সমিতির প্রার্থী সরলা টুডুর দেওর সুশীল টুডুর বিরুদ্ধে নিমচা ফাঁড়িতে অভিযোগ করেন বছর দশেকের ওই নাবালিকার বাবা। তিনি স্থানীয় তৃণমূল সমর্থক বলেই পরিচিত। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। নাবালিকার বাবার অভিযোগ, এ দিন দুপুর দেড়টা নাগাদ তাঁর মেয়ে বাড়িতে একা ছিল। সেই সময়ে বাড়ি ঢুকে তাকে ধর্ষণ করে সুশীল। মেয়ের কান্নায় এলাকার লোকজন ছুটে এসে হাতেনাতে ধরে তাকে। অভিযোগ, সেই সময়ে স্থানীয় সিপিএম সমর্থক সনাতন বাসকি ও সীতারাম মাঝি সুশীলকে ছাড়ানোর চেষ্টা করে। কিন্তু বাসিন্দারা সুশীলকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। সনাতন ও সীতারামকেও অভিযুক্তকে পালাতে সাহায্য করার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। তৃণমূল নেতা তথা আসানসোল পুরসভার চেয়ারম্যান জীতেন্দ্র তিওয়ারি জানান, শনিবার এই এলাকায় আসানসোলের সিপিএম সাংসদের নেতৃত্বে একটি মিছিল এলাকা পরিক্রমা করেছিল। ওই মিছিল চলে যাওয়ার পরেই সুশীল-সহ ওই তিনজন এলাকায় চিৎকার করে বলতে থাকে, ২৪ ঘণ্টার মধ্যে তৃণমূলকে উচিত শিক্ষা দেবে। কিন্তু তা বলে যে ওরা এমন ঘটনা ঘটাবে তা তাঁরা ভাবতেও পারেননি। এই ঘটনায় সিপিএম প্রার্থী সরলাদেবীর দাবি, তাঁর দেওরকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ফাঁসানো হয়েছে। সিপিএমের রানিগঞ্জ জোনাল কমিটির সম্পাদক রুনু দত্তও বলেন, “উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ঘটনাটি ঘটানো হয়েছে।”

চালককে মারধরের প্রতিবাদে বন্ধ অটো
আহত চালক। —নিজস্ব চিত্র।
অটোচালককে মারধর করেছেন এক ফল বিক্রেতা, এই অভিযোগে দুর্গাপুর শহরে সব রুটে বন্ধ রাখা হল অটো। রবিবার সিটি সেন্টার বাসট্যান্ডের ঘটনা। এর জেরে সমস্যায় পড়েন যাত্রীরা। জখম অটোচালক ডালিম শেখকে ভর্তি করা হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে। অবিলম্বে দোষীকে গ্রেফতারের দাবি জানিয়ে দুর্গাপুর থানায় অটো মালিকেরা স্মারকলিপি দেন। জখম অটোচালক ডালিম শেখের দাদা সেলিম শেখ নিজেও একজন অটো চালক। তিনি জানান, ওই ফল বিক্রেতার দোকানের সামনে ডালিম অটোটি দাঁড় করিয়েছিলেন। ফল বিক্রেতা তা সরিয়ে নিতে বলেন। ডালিম জানান, কিছুক্ষণের মধ্যেই তিনি সরিয়ে নেবেন। অভিযোগ, হঠাৎ ওই ফল বিক্রেতা ডালিমকে মারধর শুরু করেন। অচেতন হয়ে পড়েন ডালিম। বাকি অটো চালকেরা ডালিমকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠান। পালিয়ে যায় অভিযুক্ত ফল বিক্রেতা। খবর ছড়িয়ে পড়তেই দুপুরের পর থেকে সব রুটের অটো বন্ধ করে দেন অটোচালকেরা। রবিবার থাকায় যাত্রীর সংখ্যা ছিল কম। তবু যাঁরা বাইরে বেরিয়েছিলেন অসুবিধা হয় তাঁদের। অটোচালকেরা জানিয়েছেন, আজ সোমবার অটো চলাচল স্বাভাবিক থাকবে।

রক্ষীর কাছ থেকে বন্দুক ছিনতাই, ধৃত
নিরাপত্তারক্ষীদের মারধর করে একটি বন্দুক ছিনিয়ে নিয়ে চম্পট দেওয়ার ঘটনায় চঞ্চল মণ্ডল নামে এক দুষ্কৃতীকে ধরল পুলিশ। তার কাছ থেকে ওই বন্দুক ও চারটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। রানিগঞ্জের কুনস্তরিয়া এরিয়ার মহাবীর প্যাচে শনিবার রাতের ঘটনা। প্যাচের নিরাপত্তারক্ষী রাজেশ যাদব জানান, শনিবার রাতে কয়েক জন দুষ্কৃতী প্যাচে চড়াও হয়ে ডিজেল ও কয়লা চুরি করতে যায়। তিনি ও তাঁর সঙ্গী ধর্মরাজ সিংহ বাধা দিলে তারা ফিরে যায়। কিছুক্ষণের মধ্যেই কয়েকশো দুষ্কৃতীকে নিয়ে আবার তারা চড়াও হয়। তাদের মারধর করে রাজেশবাবুর কাছ থেকে দোনলা বন্দুক-সহ ৪টি কার্তুজ নিয়ে চঞ্চল মণ্ডল নামে এক দুষ্কৃতী চম্পট দেয়।

মিছিলে ইট
তৃণমূলের মিছিলে ইট পাটকেল ছোড়ার অভিযোগ উঠল বারাবনিতে। দলীয় সূত্রে খবর, স্থানীয় বিধায়ক বিধান উপাধ্যায়ের নেতৃত্বে রবিবার গৌরান্ডি পানুড়িয়া বাসস্ট্যান্ড থেকে তৃণমূলের একটি মিছিল শুরু হয়। হঠাৎ মিছিলে এলোপাথাড়ি ইট পাটকেল পড়তে শুরু করে। তিন তৃণমূল কর্মী জখম হয়েছেন। বারাবনি থানায় একটি অভিযোগ হয়েছে। পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

তৃণমূল প্রার্থীকে মার, বোমাবাজি
তৃণমূলের এক প্রার্থী ও এক কর্মীকে মারধর করে বোমাবাজির অভিযোগ উঠল অন্ডালের হরিপুরে। তৃণমূলের পাণ্ডবেশ্বর ব্লক সভাপতি নরেন চক্রবর্তী জানান, শনিবার রাতে প্রচার সেরে তাঁদের দলীয় প্রার্থী সুনীল পাসোয়ান তাঁর মোটরবাইকে দলীয় কর্মী জয়শ্রী কুমারকে নিয়ে ফিরছিলেন। হরিপুরের গাইঘাটা মোড়ে সিপিএমের সাত-আট জন দুষ্কৃতী তাঁদের ঘিরে ধরে ও সুনীলবাবুকে মারধর করা হয় বলে অভিযোগ। কয়েকটি বোমাও ছোড়া হয়। স্থানীয় সিপিএম নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেছেন।

তালা ভেঙে চুরি
চুরি হল কুলটির দেবিপুরের কাছে ২ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন একটি কংগ্রেস অফিসে। কংগ্রেস নেতা চণ্ডী চট্টোপাধ্যায়ের অভিযোগ, সকালে কর্মীরা এসে দেখেন তালা ভাঙা। টিভি ও কয়েকটি জিনিস চুরি গিয়েছে। আলমারিও ভাঙা। তছনছ হয়েছে কাগজপত্র। পুলিশ তদন্ত শুরু করেছে।

ছিঁড়ল ফেস্টুন
সিপিএম, তৃণমূল ও কংগ্রেস, তিনটি দলেরই ফেস্টুন ছেঁড়ার অভিযোগ উঠল বক্তারনগর গ্রাম পঞ্চায়েতের ঝোরেকুলি বাউড়ি পাড়ায়। তাঁরা রানিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.