স্কুলে ঢুকে ছাত্রীদের উদ্দেশ্যে অশালীন ইঙ্গিত করছিল স্কুলেরই এক প্রাক্তন ছাত্র এবং তার এক সঙ্গী। জানতে পেরে শিক্ষকরা তার প্রতিবাদ করলে উল্টে তিন শিক্ষককে হেনস্থা করে তারা। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে নলহাটি থানার প্রসাদপুর রামরঞ্জন হাইস্কুলে। স্কুলের শিক্ষক এবং অন্যান্য অশিক্ষক কর্মী এবং পড়ুয়ারা পরে শিক্ষক-ছাত্রীদের হেনস্থার প্রতিবাদে অভিযুক্ত দু’জনকে স্কুলে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ গিয়ে অভিযুক্তদের আটক করে। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রশান্ত সেনগুপ্ত জানান, “স্কুলেরই উচ্চ মাধ্যমিক পাশ করা এক ছাত্র এ দিন স্ক্রুটিনির ফল জানতে এসেছিল। তাকে বলা হয় সোমবার ওই ফল জানানো হবে। এরপর সে তার বহিরাগত সঙ্গীর সঙ্গে মিলে ছাত্রীদের প্রতি অশালীন ব্যবহার করে।” ঘটনায় স্কুলের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
|
আত্মঘাতী কিশোরী
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতী হল কিশোরী। মৃতার নাম সুপ্রিয়া ঘোষ (১৩)। বাড়ি রামপুরহাটের রদিপুর গ্রামে। শুক্রবার বিকালে নিজের বাড়িতে গায়ে কোরোসিন ঢেলে ওই কিশোরী আত্মহত্যার চেষ্টা করে। গুরুতর জখম অবস্থায় তাকে রামপুরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই তার মৃত্যু হয়।
|
এক জন দিদির নামের মান রাখতে চান। আর এক জনের দিদির কোনও কিছুই ভাল লাগে না। অথচ ওঁরা দু’জনেই এক নাম-মাহাত্ম্যের শরিক। দু’জনেরই নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলী মমতা লড়ছেন বাঁকুড়া-২ পঞ্চায়েত সমিতিতে, সিপিএমের মমতা বাঁকুড়ার বড়জোড়া পঞ্চায়েতে। যিনি মমতায় নিবেদিত, তাঁর না-হয় সমস্যা নেই। কিন্তু বামপন্থী মমতা নিজের নাম নিয়ে মুশকিলে পড়েন না? মমতার দাবি, পড়েন না। নামে কী আসে যায়!
|
ট্রেন থেকে অচৈতন্য এক যুবককে উদ্ধার করল রেল পুলিশ। শনিবার সকালে রামপুরহাট স্টেশনে মালদহগামী বর্ধমান-মালদহ প্যাসেঞ্জার ট্রেন থেকে তাকে উদ্ধার করা হয়। রেল পুলিশ সূত্রে খবর, ওই ট্রেনের পাঁচ নম্বর কামরায় তিনি অচৈতন্য হয়ে পড়ে ছিলেন।
|
শুক্রবার ভজ কোনাই নামে (২৯) নামে এক যুবকের ছাদ ধসে পড়ে মৃত্যু হয়েছে। নলহাটির উজিরপুরের ঘটনা। |