ডাম্পিং গ্রাউন্ডের সীমানা পাঁচিলের বাইরে ফেলা বর্জ্য গত ৪৮ ঘন্টাতেও সরাতে পারল না শিলিগুড়ি পুরসভার সাফাই বিভাগ। শনিবারও সীমানা পাঁচিলের বাইরে আবর্জনা পড়ে থাকায় রাস্তা দিয়ে যাতায়াত করতে পারছেন না বলে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। বর্ষার জলে সেই ময়লা এলাকায় ছড়িয়ে বাসিন্দাদের দুর্ভোগ বাড়িয়েছে। দুর্গন্ধে বৈকুন্ঠপল্লি, চয়নপাড়া এলাকার বাসিন্দারা অতিষ্ঠ হয়ে উঠেছেন। পুর কর্তৃপক্ষ সব জেনে বুঝেও কেনও উদাসীন তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।
৪ দিন ধরে যন্ত্র (জেসিপি) খারাপ হয়ে থাকায় ডাম্পিং গ্রাউন্ডের ভিতরে পড়ে থাকা আবর্জনা সরিয়ে গাড়ি ঢোকার পথ করা সম্ভব হচ্ছিল না। তার জেরে পুরসভার সাফাইয়ের গাড়ি সীমানা পাঁচিলের বাইরেই আবর্জনা ফেলে দেয়। তাতেই বিপত্তি দেখা দিয়েছে। চারদিন ধরে যন্ত্র খারাপ হয়ে পড়ে থাকলেও পুর কর্তৃপক্ষ যন্ত্র সারাতে যথাযথ ব্যবস্থা নেননি কেন তা নিয়ে অভিযোগ উঠেছে। সাফাই বিভাগের কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন ওই এলাকার বাসিন্দারাও। পুরসভার সাফাই বিভাগের মেয়র পারিষদ স্বপন চন্দ বলেন, “শুক্রবার থেকেই পাঁচিলের বাইরে পড়ে থাকায় আবর্জনা তোলার কাজ শুরু করা হয়েছে। শনিবার ৪টি যন্ত্র ভাড়া করে ওই কাজে লাগানো হয়েছে। বাকি যেটুকু পড়ে রয়েছে রবিবারের মধ্যেই তা তুলে ফেলা হবে।” তা ছাড়া ভাড়া করে যন্ত্র আনায় ডাম্পিং গ্রাউন্ডের ভিতরে আবর্জনা সরিয়ে গাড়ি ঢোকার পথ করে দেওয়া হচ্ছে। তাতে এখন সাফাইয়ের গড়ি ডাম্পিং গ্রাউন্ডের ভিতরে ঢুকেই আবর্জনা ফেলছে বলে তিনি দাবি করেন। স্থানীয় সচেতনতা জাগরণ কমিটির কর্মকর্তারা জানান, এলাকার বাসিন্দাদের পরিস্থিতিটা পুর কর্তৃপক্ষ ভেবে দেখছেন না। এ ভাবে রাস্তায় ময়লা ফেলায় সেখান দিয়ে কেউ যাতায়াত করতে পারছেন না। বাধ্য হয়ে যাদের যেতে হচ্ছে তাঁরা ওই নোংরা জলের মধ্য দিয়েই যাচ্ছেন। বর্ষার জলে রাস্তায় ফেলা আবর্জনা চারিদিকে ছড়িয়ে পড়ছে। |