ব্রোকার সংখ্যা কমছে বাজারে
সংবাদসংস্থা • মুম্বই |
দেশের বিভিন্ন স্টক এক্সচেঞ্জে কমলো ব্রোকারের সংখ্যা। মে মাসে নগদ লেনদেনে নথিভুক্ত ব্রোকারের সংখ্যা কমে হল ৯,৬৪৩। বাজার নিয়ন্ত্রক সেবি জানিয়েছে, চার বছরে এই প্রথম ক্যাশ সেগমেন্ট-এর ব্রোকার সংখ্যা ১০ হাজারের নীচে নামল। ২০১১-’১২ অর্থবর্ষ শেষে যা ছিল ১০,২৬৮। অস্থির বাজারে অনেক ক্ষুদ্র লগ্নিকারী শেয়ার বাজার থেকে দূরে থাকছেন। অনেকে লগ্নির পরামর্শ নিতে বড় ব্রোকার সংস্থার সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন। যা এই সংখ্যা কমার অন্যতম কারণ, ধারণা বিশেষজ্ঞদের।
|
এ বার ক্রেতার মোবাইলের জন্যও বিমা চালু করল নোকিয়া। এ জন্য বিমা সংস্থা নিউ ইন্ডিয়া অ্যাশিওরেন্স-এর সঙ্গে জোট বেঁধেছে তারা। মোবাইল চুরি গেলে, তৃতীয় কোনও ব্যক্তি তা ভাঙলে, ফোনে জল বা অন্যান্য তরল পদার্থ ঢোকা ইত্যাদির ক্ষেত্রে এই বিমা পাওয়া যাবে বলে দাবি সংস্থার। কেনার সময়ে প্রিমিয়াম বাবদ ফোনের দামের উপর ১.২৫% টাকা দিতে হবে। যার ন্যূনতম অঙ্ক ৫০ টাকা। প্রতি বছর এই বিমা নবীকরণ করাতে হবে। শুধুমাত্র নোকিয়া ‘প্রায়োরিটি’ বিপণিগুলি থেকে ফোন কিনলেই মিলবে এই সুবিধা। এ ছাড়াও বাজারে লুমিয়া ব্র্যান্ডের নতুন ফোন এনেছে সংস্থা।
|
বাজারে এল আইকন হার্বাল ফুড প্রোডাক্টের নয়া পণ্য সম্ভার। এর মধ্যে রয়েছে জ্যাম, জেলি, মিষ্টি আচার, মশলা ইত্যাদি। এ ছাড়া ভবিষ্যতে স্বাস্থ্যকর খাবারও আনার পরিকল্পনা রয়েছে সংস্থার। |