বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতির মৃত্যু
নিজস্ব সংবাদাতা • গুয়াহাটি |
ফের তড়িদাহত হয়ে হাতির মৃত্যু হল। ঘটনাটি ঘটেছে নগাঁওয়ের কলিয়াবরে। গত কাল পাশের জঙ্গল থেকে হাতির দল লোকালয়ে ঢুকে আসে। একটি হাতি ঝুলে থাকা তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়। বাক্সা জেলার ভারত-ভুটান সীমান্তে হাতির পালের হানায় আতঙ্কে দিন কাটাচ্ছেন তামুলপুরবাসী। প্রায় ৪০টি হাতির পাল ইতিমধ্যে ১০টি গ্রামের বহু বাড়ি ভেঙেছে। পাঁচ দিনের মধ্যে উদালগুড়ি ও বাক্সা এলাকায় হাতির পায়ে পিষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে।
|
মায়ের পায়ে পায়ে
মা হল যমুনা। কাজিরাঙা থেকে গন্ডারটিকে পুনর্বাসন দেওয়া হয়েছিল
মানসের জঙ্গলে। এই নিয়ে কাজিরাঙা পুনর্বাসন কেন্দ্র থেকে মানসে
পাঠানো তৃতীয় গন্ডার জন্ম দিল শাবকের। বৃহস্পতিবারই যমুনাকে বাঁশবাড়ি
রেঞ্জে নবজাতক-সহ ঘুরতে দেখা যায়। ছবি ডব্লিউটিআইয়ের সৌজন্যে।
|
বন্যপ্রাণী এবং তাদের দেহের বিভিন্ন অংশ পাচারকারীদের সঙ্গে সন্ত্রাসবাদীদের যোগাযোগ রয়েছে বলে জানালেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী জয়ন্তী নটরাজন। এর ঘটনার যথেষ্ট প্রমাণ আছে বলেও জানিয়েছেন তিনি। বন্যপ্রাণী চোরাচালান সংক্রান্ত অপরাধ নিয়ে পাঁচ দিন ব্যাপী একটি অনুষ্ঠানের আয়োজন করেছে সিবিআই এবং ইন্টারপোল। সেখানেই এই কথা বলেছেন জয়ন্তী নটরাজন।
|
গাছে আশ্রয়। বালুরঘাটে তোলা নিজস্ব চিত্র। |