টুকরো খবর
দুই ভাইয়ের সশ্রম কারাদণ্ড
জমিজমা নিয়ে বিবাদের জেরে এক আত্মীয়ার বাড়ি পুড়িয়ে দেওয়ার দায়ে দুই ভাইয়ের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিল আদালত। শুক্রবার হরিপালের জগজীবনপুর পঞ্চায়েতের দ্বারহাট্টা গ্রামের বাসিন্দা গোপাল পাখিরা এবং তার ভাই অষ্ট পাখিরাকে ওই সাজা দেন চন্দননগর আদালতের ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক মাসুক হোসেন খান। পুলিশ জানায়, জমিজমা নিয়ে ওই দুই ভাইয়ের সঙ্গে তাদের আত্মীয়া, দ্বারহাট্টা গ্রামেরই সুনীতা ঘোষের বিবাদ ছিল। ২০০৭ সালের ২২ জুন রাতে পেট্রোল ঢেলে সুনীতাদেবীর বাড়িটি পুড়িয়ে দেওয়া হয়। সুনীতাদেবী ও তাঁর পরিবার প্রাণে বাঁচলেও আগুনের হাত থেকে জিনিসপত্র বাঁচাতে পারেননি। সরকার পক্ষের আইনজীবী শশীরাজ সিংহ বলেন, “সম্পত্তি সংক্রান্ত বিবাদের জেরে আত্মীয়ার বাড়ি পুড়িয়ে দিয়েছিল দুই ভাই। সেই অপরাধে সাজা হয়েছে।”

পথ দুর্ঘটনায় মৃত্যু প্রৌঢ়ের
লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক প্রৌঢ়ের। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে দক্ষিণ ২৪ পরগনার কুলতলির জয়নগর-জামতলা রোডে জালাবেড়িয়া কানকাটা মোড়ের কাছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সাম্মাদ মোল্লা (৪৫)। তাঁর বাড়ি পূর্ব রঘুনাথপুর গ্রামে। শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ সাইকেলে চেপে তিনি বাড়ি ফিরছিলেন। সেই সময় জামতলাগামী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। লরিটি আটক করা হয়েছে। চালক পলাতক। তার খোঁজ চলছে।

নিখোঁজ তরুণী
লিলুয়ার জয়সোয়াল হাসপাতাল থেকে শুক্রবার নিখোঁজ হলেন লিলুয়া হোমের এক তরুণী আবাসিক। পুলিশ জানায়, গত ২৬ জুন মহিষাদল থানার পুলিশ বৃষ্টি আখতার (২১) নামে ওই তরুণীকে উদ্ধার করে। তাঁকে পাচার করে দেওয়া হচ্ছিল বলে দাবি পুলিশের। বৃষ্টিকে লিলুয়া হোমে নিয়ে যাওয়া হয়। ৩ জুলাই শারীরিক অসুস্থতার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পুলিশ জানায়, শুক্রবার সকালে দীর্ঘক্ষণ তাঁকে ওয়ার্ডে দেখতে না পেয়ে খোঁজ শুরু হয়। হাওড়া সিটি পুলিশের ডিসি (সদর) নিশাত পারভেজ বলেন, “হাসপাতালের গেটে পুলিশ থাকে। কিন্তু ওয়ার্ডে পুলিশ ছিল না। তাই ওই তরুণী কখন বেরিয়েছেন জানা যাচ্ছে না। মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে।”

গঙ্গায় ডুবে মৃত্যু
গঙ্গায় নেমে মৃত্যু হল এক যুবকের। উদ্ধার হয়েছেন তাঁর জামাইবাবু। শুক্রবার, বেলুড়ের জগন্নাথ ঘাটে। পুলিশ জানায়, এ দিন দুপুরে জয়বিবি লেনের বাসিন্দা শেখ গুড্ডুর সঙ্গে তাঁর শ্যালক মহম্মদ ইজাজ গঙ্গায় স্নান করতে যান। জোয়ারে স্রোতের টানে দু’জনকে ভেসে যেতে দেখেন স্থানীয়েরা। তাঁরা গুড্ডুকে উদ্ধার করেন। পরে ইজাজের দেহ উদ্ধার করে রিভার ট্রাফিক পুলিশ। হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

নকআউট ফুটবল
একশো উনিশ বছরের প্রাচীন ক্লাব কোন্নগর অলিম্পিক ইনস্টিটিউটের উদ্যোগে সম্প্রতি নকআউট ফুটবল প্রতিযোগিতা হয়ে গেল। আটদলীয় ওই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে হাওড়া সহযাত্রী ক্লাব। ফাইনালে তাদের মুখোমুখি হয়েছিল কোন্নগর অলিম্পিক। নিজেদের মাঠে তারা হেরে যায় সহযাত্রীর কাছে। উদ্যোক্তাদের তরফে অবিন ভট্টাচার্য জানান, চ্যাম্পিয়ন হয়ে সহযাত্রী পেল মানস রায়চৌধুরী মেমোরিয়াল চ্যাম্পিয়ন্স ট্রফি। রানার্স দল পেয়েছে দেবলীনা মুখার্জি মেমোরিয়াল রানার্স ট্রফি। অন্য দিকে, কোন্নগরের কানাইপুর বিএফসি-র উদ্যোগে সম্প্রতি দু’দিনের দিন-রাতের আমন্ত্রণমূলক ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কলকাতার টিডি বুকস্টল।

পথ দুর্ঘটনায় মৃত্যু
লরির ধাক্কায় মৃত্যু হল এক স্কুল ছাত্রীর। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে আমতার বেতাই সেতুর কাছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম প্রিয়াঙ্কা অধিকারী (১৫)। বাড়ি আমতার বেতাই জয়ন্তী গ্রামে।

পড়ুয়াদের সংবর্ধনা
একটি বেসরকারি ব্যাঙ্কের তারকেশ্বর শাখার উদ্যোগে বৃহস্পতিবার এলাকার কৃতী পড়ুয়াদের সংবর্ধনা দেওয়া হয়। সংশ্লিষ্ট ব্যাঙ্কের ডেপুটি ভাইস প্রেসিডেন্ট চিরদীপ বিশ্বাস-সহ অনেকে উপস্থিত ছিলেন।

খুনের চেষ্টা
বাড়ির অদূরে রাস্তার মধ্যে এক যুবককে গুলি করে খুনের চেষ্টা হল চন্দননগরের গোন্দলপাড়ায়। বছর তিরিশের আহত সঞ্জয় সাউ কলকাতার হাসপাতালে ভর্তি। গোন্দলপাড়া জুটমিলের এই কর্মী স্থানীয় রাধানাথ সিকদার রোডের বাসিন্দা। তবে, দুষ্কৃতীদের কেউ দেখেননি। সঞ্জয়ের বাবা বিক্রম সাউ বলেন, “কারও সঙ্গে ছেলের বিবাদ ছিল না। কারা ছেলেকে খুন করতে চাইল বুঝছি না।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.