|
|
|
|
|
|
|
চিত্রকলা ও ভাস্কর্য ২... |
|
প্রকৃতি ও জীবনের অন্তর্নিহিত সুর |
মৃণাল ঘোষ |
সর্বজিৎ সরকার এক জন কবি। কবিতার মতো তিনি ছবিও আঁকেন অন্তরের তাগিদে, কোনও প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই। সম্প্রতি শ্রীমতী আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হল তাঁর প্রথম একক। অবয়ব এঁকেছেন, নিসর্গ এঁকেছেন, নিসর্গকে বিমূর্তায়িতও করেছেন। |
|
প্রকৃতি ও জীবনের অন্তর্নিহিত সুরটিকে বোঝার চেষ্টা তাঁর ছবিতে কবিতার আভাস এনেছে। ইম্প্রেশনিস্ট ও পোস্ট ইম্প্রেশনিস্ট আঙ্গিকের প্রাধান্য। একটি নিসর্গের ছবির শিরোনাম এ রকম: ‘পাতা কেমন করে শোধে আলোর দেনা’। এই শিরোনাম তাঁর প্রবণতাকে বুঝিয়ে দেয়। শিল্পীর সার্থকতা সেখানেই।
|
|
প্রদর্শনী চলছে
সিমা: ‘সামার শো’। অজয়কুমার, রামানন্দ বন্দ্যোপাধ্যায়, যোগেন চৌধুরী,
গণেশ পাইন, জয়শ্রী বর্মণ প্রমুখ ২১ জুলাই পর্যন্ত।
অ্যাকাডেমি: দীপক রায়, সঞ্জয় দাস, রেশমা দত্ত,
মনোজকুমার প্রজাপতি প্রমুখ ১০ জুলাই পর্যন্ত। |
|
|
|
|
|