শ্রেয়ীর এটিএম
সংবাদসংস্থা • কলকাতা |
চলতি অর্থবর্ষে পরীক্ষামূলক ভাবে দেশে ১০০টি এটিএম চালু করবে শ্রেয়ী ইনফ্রাস্ট্রাকচার ফিনান্স। এই হোয়াইট লেবেল এটিএমগুলি সরাসরি কোনও ব্যাঙ্কের সঙ্গে যুক্ত নয়। নির্দিষ্ট টাকা দিয়ে যে কোনও ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকেই টাকা তোলা যাবে।
|
গয়না প্রদর্শনী
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
১২৫ বছর পূর্তি উপলক্ষে তাজ বেঙ্গল হোটেলে গয়না প্রদর্শনী ও বিক্রির আয়োজন করল বি সি সেন জুয়েলার্স। চলবে রবিবার পর্যন্ত। মিলবে নানা সুবিধা।
|
শিল্প -বিষয়ক স্থায়ী কমিটির বৈঠকে শিল্পমন্ত্রী নেই। চা -বাগান এলাকায় পর্যটনের সম্ভাবনা নিয়ে আলোচনায় পর্যটন মন্ত্রী অনুপস্থিত। শুক্রবার দুই মন্ত্রীর অনুপস্থিতিতে দু’জনের দফতর নিয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। ছিলেন অর্থমন্ত্রী, বিদ্যুৎমন্ত্রী, পুরমন্ত্রী এবং মুখ্যসচিব। কী হল বৈঠকে? উত্তরবঙ্গে যেসব চা -বাগানের অন্তত এক একর বাড়তি জমি রয়েছে, তারা পর্যটনের উদ্দেশ্যে সেই জমিতে পরিকাঠামো তৈরি করতে পারবে, সেই সিদ্ধান্ত গ্রহণ করা হল।
|
সংস্থার অন্তত ২৫% শেয়ার সাধারণ লগ্নিকারীদের হাতে না-যাওয়া পর্যন্ত জিলেট ইন্ডিয়া ও তার ডিরেক্টরদের শেয়ার লেনদেন বন্ধ রাখার নির্দেশ দিল সেবি। বাজার নিয়ন্ত্রকের নির্দেশ, শর্ত পূরণ না-হওয়া পর্যন্ত বন্ধ রাখতে হবে শেয়ার ভাঙা (স্প্লিট), ডিভিডেন্ড প্রদান, বোনাস দেওয়ার মতো কাজও।
|
পুরুষদের বেশি ফর্সা ভাবের জন্য নবরূপে ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম ক্রিম আনল ইমামি। এর মাধ্যমে ৬৫% বাজার দখলের আশা করছে তারা। |