বিনা লড়াইয়ে জিতলেন দুই
নিজস্ব সংবাদাদাতা • পুরুলিয়া |
মনোনয়ন পর্ব ঘিরে জেলায় জেলায় কত গোলমাল। বিভিন্ন দলের প্রার্থীদের হুমকি দেওয়া থেকে মারধরের কত অভিযোগ উঠছে। বিরোধীরা প্রার্থী না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় অনেক আসনে জিতে গেলেন তৃণমূলের বহু প্রার্থী। এ সবের মধ্যে ব্যতিক্রম রয়ে গেল শুধু পুরুলিয়া জেলা। প্রশাসন সূত্রে খবর, পুরুলিয়ার ১৭০টি গ্রাম পঞ্চায়েতের ১৯৪৪টি আসনের মধ্যে শুধু মাত্র দু’টি আসনে লড়াই হচ্ছে না। আড়শার পুয়াড়া গ্রাম পঞ্চায়েতের একটি আসনে অন্য এক প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় জয়ী হয়েছেন এক ফরওয়ার্ড ব্লক প্রার্থী। অন্যটি নিতুড়িয়ার শালতোড় গ্রাম পঞ্চায়েতের ঘটনা। অন্য দল প্রার্থী না দেওয়ায় এখানে তৃণমূলের প্রার্থী জয়ী হয়েছেন। পঞ্চায়েত সমিতির ৪৪৬টি ও জেলা পরিষদের ৩৮টি আসনের সবক’টিতেই লড়াই হচ্ছে। ফরওয়ার্ড ব্লকের জেলা সভাপতি তথা প্রাক্তন বিধায়ক নিশিকান্ত মেহেতা বলেন, “অন্য জেলার সঙ্গে এখানকার রাজনৈতিক ছবি মেলে না। প্রতিদিনই বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে সাক্ষাৎ হচ্ছে। নির্বাচনের সময় উত্তেজনা থাকলেও অশান্তি হয় না।” তাঁর কথাই সমর্থন জানিয়েছেন, জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো ও বিজেপি-র জেলা কমিটির সদস্য বি পি সিংহ দেও। আর তৃণমূলের জেলা সভাপতি শান্তিরাম মাহাতো বলেন, “এখানে যে কোনওরকম সন্ত্রাস নেই তা তো বিরোধীরাই স্বীকার করছেন।” |
প্রার্থী গ্রেফতার
নিজস্ব সংবাদাদাতা • তালড্যাংরা |
গাড়ির কাচে সাঁটানো ছিল কেন্দ্রীয় সরকারের স্টিকার। আর সেই বেআইনি কাজের অভিযোগেই পুলিশ পাকড়াও করল জেলা পরিষদ নির্বাচনের এক নির্দল প্রার্থীকে। বুধবার তালড্যাংরা এলাকা থেকে ওই গাড়ি-সহ গ্রেফতার করা হয় জেলা পরিষদের ২২ নম্বর আসনের নির্দল প্রার্থী কার্তিকচন্দ্র দুলেকে। তালড্যাংরা থানার মহেশপুরে তাঁর বাড়ি। পুলিশ দাবি করেছে, ওই স্টিকার লাগিয়ে কেন তিনি ঘুরতে বেড়িয়েছিলেন, তার সদুত্তর পাওয়া যায়নি। কার্তিকবাবুও এ নিয়ে মন্তব্য করতে চাননি। আজ বৃহস্পতিবার, কার্তিকবাবুকে আদালতে তোলা হবে। আগেও জালিয়াতির অভিযোগে পুলিশ তাঁকে ধরেছিল। |
প্রথম পর্যায়েই ভোট পুরুলিয়া, বাঁকুড়ায়। বিষ্ণুপুরে ব্লক অফিসে চলছে তারই তোড়জোড়। ছবি: শুভ্র মিত্র। |