টুকরো খবর |
পুরভোট চেয়ে দরবার বিজেপির
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পুরসভা নির্বাচন চেয়ে জেলা প্রশাসনের দ্বারস্থ হল বিজেপি। বুধবার অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) রজতকুমার সাইনির কাছে ডেপুটেশন দেওয়া হয়। ২০০৮ সালের ২৯ জুন রাজ্যের অন্য ১২টি পুরসভার সঙ্গে মেদিনীপুর পুরসভা নির্বাচন হয়েছিল। পুরবোর্ড গঠন হয় ১৮ জুলাই। সাধারণত, পুরনো বোর্ডের মেয়াদ শেষের আগেই পুর- নির্বাচন হওয়ার কথা। কিন্তু, এ বার তা হচ্ছে না। এরফলে ১৮ জুলাইয়ের পর থেকে শহরের উন্নয়ন- প্রক্রিয়া কী ভাবে এগোবে, তা নিয়ে তৈরি হয়েছে একরাশ ধোঁয়াশা। নিয়মানুযায়ী, মেয়াদ ফুরনোর পর বিদায়ী বোর্ডের সদস্যদের কোনও সার্টিফিকেট সই করারও ক্ষমতা থাকবে না। বিজেপির শহর সভাপতি অরুপ দাস বলেন, “সময়ে নির্বাচন না- হওয়ার ফলে এ বার পুরসভায় বহু জটিলতা দেখা দেবে। শহরবাসী সমস্যায় পড়বেন। আমরা চাই, দ্রুত নির্বাচন হোক।” পাশাপাশি, পুর- নির্বাচনে বিজেপি ‘একলা চলবে’ বলেই জানিয়েছেন অরুপ।
|
উত্তরাখণ্ডের জন্য সাহায্য পুরসভার
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
এগরায় চলছে দুর্গতদের জন্য অর্থ সংগ্রহের কাজ।—নিজস্ব চিত্র। |
প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে ২৫ হাজার টাকা দিল মেদিনীপুর পুরসভা। বুধবার পুরসভার পক্ষ থেকে দুর্গতদের জন্য ত্রাণের এই টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। সম্প্রতি হড়পা বানে ব্যাপক ক্ষতি হয়েছে উত্তরাখণ্ডে। অগুনতি মানুষের প্রাণ গিয়েছে সেই হরকা বানে। এই সময় তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়েছেন সমস্ত দেশবাসী। বুধবার সেই দুর্গতদের পাশে দাঁড়াল মেদিনীপুর পুরসভাও। এ দিন প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে ২৫ হাজার টাকা দিন করল। পুরপ্রধান প্রণব বসু বলেন, “পুরসভার পক্ষ থেকে প্রধানমন্ত্রীর তহবিলে ওই টাকা পাঠানো হয়েছে।”
|
বধূ খুন, ধৃতের জেল হেফাজত
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
আনন্দপুরে গৃহবধূ খুনের ঘটনায় বুধবার ধৃত যুবকের ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। ফের ১৭ জুলাই তাকে মেদিনীপুর সিজেএম আদালতে হাজির করা হবে। ঘটনাটি মঙ্গলবার বিকেলের। ওই দিন বাড়ির সামনে বসে কাটারি দিয়ে কাঠ কাটছিলেন হাজিরা বিবি। তখন রমজান গায়েন নামে এক যুবক এসে বাড়ির সামনে পড়ে থাকা একটি কাটারি নিয়ে ওই গৃহবধূর গলায় কোপ মারেন। গলা কেটে রক্ত বেরোতে শুরু করে। তাঁর মৃত্যুও হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, যুবকটি নেশাগ্রস্ত ছিল। মাঝেমধ্যেই সে নেশা করত। কখনও কখনও মানসিক ভারসাম্যহীনের মতো আচরণ করত। মৃতার স্বামী শেখ আরেফুল আনন্দপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে রমজানকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের আঙুলের ছাপ নেওয়া হবে বলেও পুলিশ সূত্রে খবর।
|
ছাত্রীকে উত্ত্যক্ত করে ধৃত যুবক
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় এক যুবককে গ্রেফতার করল পুলিশ। নাম বাপি মুর্মু। বাড়ি খড়্গপুর লোকাল থানার পূর্বপত্রী এলাকায়। ওই ছাত্রীর বাবার অভিযোগের প্রেক্ষিতে যুবককে ধরা হয়। সোমবার স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই যুবক তালবাগিচার বাসিন্দা ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে। হিজলি হাইস্কুলের নবম শ্রেণীর ওই ছাত্রীর অভিযোগ, যুবকটি মাঝেমধ্যেই তার সঙ্গে এমন আচরণ করত। সোমবার জোর করে তার মাথায় সিঁদুরও ঘষে দেয়। মঙ্গলবার তার বাবা পুলিশে লিখিত অভিযোগ জানান। বুধবার ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।
|
বধূর অপমৃত্যু ধৃত স্বামী-সহ চার
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
এক গৃহবধূর অপমৃত্যুর ঘটনায় তাঁর দাদার অভিযোগের প্রেক্ষিতে স্বামী, শ্বশুর, দেওর এবং বৌদিকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি খড়্গপুর শহরের ওল্ড সেটেলমেন্ট এলাকার। স্থানীয় রেল কোয়ার্টারে থাকতেন অনুপ্রীত কাউর (৩২)। মঙ্গলবার তিনি গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন। ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে পুলিশ। |
|