টুকরো খবর
আবাসন ভাতা নিয়ে বিক্ষোভ
আবাসন ভাতা নিয়ে ট্রাইবুনাল কোর্টে চলা মামলায় ইসিএলের অসহযোগিতার অভিযোগ তুলে বিক্ষোভ দেখাল আইএনটিইউসি। বুধবার সকালে সোদপুর এরিয়ার নরসামুদা কোলিয়ারিতে ম্যানেজারের কার্যলয়ের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। সংগঠনের সভাপতি সঞ্জয় মাজির অভিযোগ, ১৯৯৪ সাল থেকে ১৫ শতাংশ আবাসন ভাতা দেওয়ার কথা থাকলেও ১০ শতাংশের বেশি তাঁরা পান না। এমনকি ২০০৯ সালে ভাতা বেড়ে ২০ শতাংশ হলেও তাঁরা ১০ শতাংশই পান। তিনি আরও জানান, যথাযথ ভাতার দাবিতে দীর্ঘ দিন ধরেই আন্দোলন করছেন তাঁরা। ২০০৯ সালে শ্রম দফতরের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেন। কিন্তু সমাধানসূত্র না মেলায় শ্রম দফতর বিষয়টি কেন্দ্রীয় শ্রম বিভাগের কাছে পাঠায়। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল ট্রাইবুনাল কোর্টে মামলাও শুরু হয়। ২০ শতাংশ ভাতার বিষয়টিও একই ভাবে মামলার জন্য পাঠানো হয়। কিন্তু আসানসোলে ওই আদালতের কোনও বিচারক না থাকায় ২০১২ সালের ফেব্রুয়ারিতে মামলা শুরু হয়। এরপর ৬টি শুনানির দিন ধার্য হলেও ইসিএলের আইনজীবী তিন দিনের বেশি আসেননি বলে জানা গিয়েছে। শেষ দিন এসেও কোনও তথ্য প্রমাণ জমা না দিয়ে আরও সময় চান তিনি। ইসিএলের সিএমডি কারিগরি সচিব নিলাদ্রী রায় জানান, আদালতের সঙ্গে যোগাযোগ রেখেই সব কাজ করা হবে।

বনবহাল ফাঁড়িতে তৃণমূলের বিক্ষোভ
এক তৃণমূলকর্মী খুনে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে অন্ডালের বনবহাল ফাঁড়িতে বিক্ষোভ দেখাল তৃণমূল। বুধবার সকালের ঘটনা। দলের পাণ্ডবেশ্বর ব্লক সভাপতি নরেন চক্রবর্তী জানান, ২১ জুন উখড়ায় মুখ্যমন্ত্রীর নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার পরে বাড়ি ফিরছিলেন তাদের দলীয় কর্মী, পিওর জামবাদের বাসিন্দা কমলাপতি ছামার (৪৮)। তখনই সিপিএম কর্মী পড়শি সুরেশ তেওয়ারি ও আরও কয়েকজন তাঁকে মারধর করে বলে অভিযোগ। এরপরে তাঁকে জঙ্গলে ফেলে পালায় তাঁরা।

বনবহাল ফাঁড়ির সামনে তৃণমূলকর্মীরা। —নিজস্ব চিত্র।
স্থানীয় বাসিন্দারা কমলাপতিবাবুকে উদ্ধার করে ইসিএলের কাল্লা হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে তাঁকে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে পাঠানো হয় তাঁকে। সোমবার রাতে সেখানেই মারা যান তিনি। মৃতের পরিবারের তরফে খুনের অভিযোগ করা হলেও পুলিশ এখনও অভিযুক্তের কাউকে গ্রেফতার করেনি। তারই প্রতিবাদে এ দিনের বিক্ষোভ বলে জানান নরেনবাবু। পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে তল্লাশি চলছে। তবে অভিযুক্তারা পলাতক।

শ্লীলতাহানিতে বাধা পেয়ে মার, ধৃত যুবক
মেয়ের শ্লীলতাহানিতে বাধা দিতে গিয়ে বাধা দিতে গেলেন ভাড়াটিয়া বাবা-মা। বুধবার ওই ঘটনায় পুলিশ অবশ্য পরে বাড়িওয়ালা নিরঞ্জন ঘোষকে গ্রেফতার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, নিরঞ্জনদের বাড়িতে অনেক দিন ধরেই ভাড়া থাকে এক প্রৌঢ় দম্পতি আর তাঁদের বছর ছাব্বিশের বিবাহ-বিচ্ছিন্না মেয়ে। পরিবারটির অভিযোগ, নিরঞ্জন এলাকায় মদ্যপ বলেই পরিচিত। এ দিন দুপুরে ঘরে ঢুকে তরুণীটির শ্লীলতাহানি করার চেষ্টা করে। বাধা দিতে গিয়ে মার খান তাঁর মা। পরে মেয়েটির বাবা বাড়ি ফিরলে তাঁকেও চড়-থাপ্পড় মারে নিরঞ্জন। এসিপি (দুর্গাপুর) অজয় মুরুগান জানান, অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। ঘটনাচক্রে, ধৃত নিরঞ্জনের বৌদি রিতা ঘোষ অন্ডাল গ্রাম পঞ্চায়েতে সিপিএমের প্রার্থী হয়েছেন। তবে তাঁর দাবি, “শ্লীলতাহানির অভিযোগ ঠিক নয়। জল নেওয়া নিয়ে গণ্ডগোল হয়েছিল। তার জেরেই মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে।”

নিগ্রহে অভিযুক্ত শিক্ষক
ছাত্রকে যৌন নিগ্রহের অভিযোগে গৃহশিক্ষককে গ্রেফতার করল পুলিশ। বুধবার বার্নপুর পুরনো কয়লা ডিপো এলাকার ঘটনা। ওই ছাত্রের বাবা এ দিন সন্ধ্যায় পুলিশের কাছে লিখিত অভিযোগে জানান, তাঁর ছেলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। তাকে বাড়িতে এসে পড়াতেন সুভাষপল্লির বাসিন্দা অমিত সেনগুপ্ত নামে ওই গৃহশিক্ষক। এ দিন সন্ধ্যায় ছাত্রটির মায়ের চোখে পড়ে, তাঁর ছেলেকে যৌন নিগ্রহ করছেন ওই শিক্ষক। তিনি প্রতিবাদ করেন ও প্রতিবেশীদের ডাকেন। স্থানীয় সূত্রে জানা যায়, আশপাশের মানুষজন গিয়ে বছর চল্লিশের ওই শিক্ষককে মারধর করেন। তার পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ওই ছাত্রের মায়ের দাবি, ছেলে তাঁকে জানিয়েছে, বেশ কিছু দিন ধরেই ওই শিক্ষক তার সঙ্গে এমন আচরণ করছিলেন। পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

নকল সোনা বিক্রিতে ধৃত
নকল সোনা বিক্রি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে জামুড়িয়া থানার পুলিশ। ধৃতদের নাম লক্ষ্মণ মাজি ও উৎপল হাজরা। জামুড়িয়া থানার নিঘা এলাকার বাসিন্দা অসীম চক্রবর্তীর অভিযোগের ভিত্তিতে তাদের ধরা হয়। অসীমবাবুর অভিযোগ, ২৪ এপ্রিল সুকুমার বাউড়ি নামের এক ব্যক্তি তাঁর বাড়িতে এসে সোনার মুদ্রা দেওয়ার নাম করে ৪ লক্ষ টাকা নেয়। কিন্তু যে মুদ্রাগুলি সে দেয় সেগুলি পরীক্ষা করে জানা যায়, সবগুলিই নকল। পুলিশ এরপরে সুকুমার বাউড়িকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনায় জড়িত সন্দেহে আরও দু’জনকেও ধরে।

ঝুলন্ত দেহ উদ্ধার
এক কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। বুধবার সকালে দুর্গাপুরের ভিড়িঙ্গি বস্তি এলাকা থেকে দেহটি মেলে। মৃতের নাম অজয় সিংহ (১৭)। ভিড়িঙ্গি বস্তিরই বাসিন্দা সে। পুলিশের অনুমান, মানসিক অবসাদ থেকে আত্নহত্যা করেছে ওই কিশোর। দেহটি ময়নাতদন্তের জন্য দুর্গাপুর হাসপাতালে পাঠানো হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.