সেলেকাও ম্যাজিকে কনফেড কাপ ব্রাজিলের |
স্পেনকে হারিয়ে দর্শকদের উচ্ছ্বাস-অভিনন্দনের মাঝে নেইমার। ছবি: এপি। |
সাম্বা ঝড়ে বিপর্যস্ত তিকিতাকা। কনফেড কাপের ফাইনালে স্পেনকে ৩-০ গোলে চুরমার করে খেতাব জয়ের হ্যাটট্রিক করল ব্রাজিল। ভারতীয় সময় রবিবার শেষ রাতে রিওর ফাইনালে হাল্ক-নেইমার-ফ্রেডদের কাছে কার্যত চূর্ণ হল স্প্যানিশ আর্মাডা। বিধ্বস্ত হল দেল বস্কির স্বপ্নের তিকিতাকা। ফাইনালে হেরে টানা ২৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড হাতছাড়া হল স্পেনের। এ দিন খেলা শুরুর ৯০ সেকেন্ডের মধ্যেই ব্রাজিলকে এগিয়ে দেন ফ্রেড। এত তাড়াতাড়ি গোল খেয়ে প্রথমে কিছুটা ব্যাকফুটে চলে যায় বিশ্ব চ্যাম্পিয়নরা। এর পর খেলা যত এগিয়েছে ম্যাচের রাশ ততই নিজেদের দখলে নিয়েছে ব্রাজিল। প্রথমার্ধের শেষ দিকে চোখ ধাঁধানো গোল করে ২-০ করেন নেইমার। আর তখনই সম্ভবত ঠিক হয়ে যায় ফাইনালের ভবিষ্যত্। তবে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই, সুযোগ পায় স্পেন। বক্সে নাভাসকে ফাউল করায় পেনাল্টি পায় তারা। কিন্তু শট বাইরে মারেন র্যামোস। এর পর ৬৮ মিনিটে পিকের লাল কার্ড স্পেনের কফিনে শেষ পেরেক পুঁতে দেয়। বাকি সময় বিশ্ব চ্যাম্পিয়নদের নিয়ে ছেলেখেলা করে ব্রাজিল। খেলার শেষ দিকে আরও ১টি গোল করে দলের জয় নিশ্চিত্ করেন ফ্রেড।
২০১৪-র বিশ্বকাপ পর্যন্ত ফ্রেড-নেইমারদের এই নব্য ব্রাজিল এই ফর্ম ধরে রাখতে পারে কি না তার দিকেই তাকিয়ে এখন গোটা বিশ্ব। নজরে থাকবে জাভি-ইনিয়েস্তাদের তিকিতাকার ভবিষ্যতের দিকেও।
|
পঞ্চায়েত ভোটে দিনবদলের আর্জি, কাল শুনানি কবীরের বেঞ্চে |
রমজান মাসে পঞ্চায়েত ভোট এড়াতে রাজ্য সরকারের আর্জি আগামিকাল শুনবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আলতামাস কবীরের বেঞ্চ। আজ সকালে রাজ্য সরকারের পক্ষ থেকে বিচারপতি এ কে পট্টনায়কের আদালতে পঞ্চায়েত ভোটে দিনবদল সংক্রান্ত আবেদন করা হয়। বিচারপতি পট্টনায়ক রাজ্য সরকারকে রিভিউ পিটিশন জমা দিতে বলেন। একই আর্জি করা অন্য দুই আবেদনকারীকেও (কংগ্রেসের সংখ্যলঘু সেল এবং আরও একটি সংখ্যালঘু সম্প্রদায়ের সংগঠন) একই নির্দেশ দেয় বিচারপতি পট্টনায়কের বেঞ্চ। এর পর রাজ্যের তরফে আবেদন করা হয় প্রধান বিচারপতির বেঞ্চে। রাজ্যের আবেদন গ্রহণ করে প্রধান বিচারপতি জানিয়ে দেন, তিনি আগামিকাল মামলাটি শুনবেন। |