টুকরো খবর |
সেনার গুলিতে হত দুই যুবক, বিক্ষোভ কাশ্মীরে
সংবাদসংস্থা • শ্রীনগর |
ভোররাতে সেনাবাহিনীর গুলিতে মৃত্যু হল দুই কাশ্মীরি যুবকের। রবিবার ঘটনাটি ঘটেছে উত্তর কাশ্মীরের বন্দিপোরা জেলার সুম্বল এলাকায়। নিহতরা হলেন ইরফান আহমদ গনি ও ইরশদ আহমেদ ডর। সুম্বলেরই মর্কুন্ডল গ্রামের বাসিন্দা তাঁরা। কোনও রকম প্ররোচনা ছাড়াই সেনাবাহিনীর গুলিচালনায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকার পরিস্থিতি। ঘটনার প্রতিবাদে আশপাশের গ্রামের বাসিন্দারা জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। সেনার গুলিতে যুবকদের মৃত্যুর কথা স্বীকার করে নিয়েছেন এলাকার বিধায়ক তথা উচ্চ শিক্ষামন্ত্রী মহম্মদ আকবর লোন। সেনাবাহিনী অবশ্য নিজেদের কাজের সাফাই দিয়ে গিয়েছে দিনভর। তাদের দাবি, ওই অঞ্চলে জঙ্গি কার্যকলাপের খবর ছিল। সেখান দিয়ে সেনার অ্যাম্বুল্যান্স যাওয়ার সময় তাকে আক্রমণ করে জনতা। পাওয়া যায় গোলাগুলি চলার আওয়াজও। নিজেদের বাঁচাতেই গুলি চালান জওয়ানরা। কী কারণে গুলি চলল, তা খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছে সেনাবাহিনী।
|
ক্ষতিপূরণের লোভে খুন মেয়েকে
সংবাদসংস্থা • শ্রীনগর |
ধারালো ছুরি দিয়ে নিজের চার বছরের মেয়ের গলা কেটেছেন নিপুণ হাতে। উদ্দেশ্য একটাই, একে জঙ্গি হামলা হিসাবে দেখিয়ে সরকারি সাহায্য আদায়। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত
আলতাফ আহমেদকে গ্রেফতার করা হয়েছে। তাঁর স্ত্রী গ্রামের সরপঞ্চ। উত্তর কাশ্মীরের ডিআইজি জে পি সিংহ জানান, সম্ভবত স্ত্রী’র পদের দৌলতে আলতাফের ধারণা হয়েছিল, তাঁর যুক্তি মেনে নেবে পুলিশ। আর তার ফলে ঘরে আসবে সরকারি সাহায্যের টাকা। মেয়েকে খুন করে বাবা নিজেই ১৪ জুন মেয়ের নিখোঁজের ডায়েরি করেন থানায়। পর দিন রফিয়াবাদে তাঁদের বাড়ি থেকে উদ্ধার হয় ৪ বছরের মুসকানের গলা কাটা দেহ।
|
ছেলের মৃত্যুতে স্ত্রীকে খুন
সংবাদসংস্থা • আগরা |
কুয়োয় খেলতে নেমে মারা গিয়েছিল আট বছরের সৌরভ। মায়ের অবহেলাতেই ছেলের মৃত্যু হয়েছে, এই অভিযোগে নিজের স্ত্রীকে গুলি করে মারলেন এক ব্যক্তি। শুক্রবার পাটশল গ্রামের ঘটনা। মায়ের সঙ্গে মন্দিরে পুজো দিতে গিয়েছিল সৌরভ। রাস্তায় কুয়ো দেখে খেলতে নামে সে। কিন্তু দেখে অগভীর মনে হলেও সেখানে নামার পর ডুবে যেতে থাকে সে। তার মা সুনীতার চিৎকারে পথচলতি মানুষজন সৌরভকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। কিন্তু তাকে বাঁচাতে পারেননি চিকিৎসকরা। ছেলের দেহ নিয়ে সুনীতা গ্রামে পৌঁছলে তাঁকে গুলি করেন স্বামী মুকেশ। তদন্তে নেমেছে পুলিশ। অভিযুক্ত পলাতক।
|
তরুণীকে ধর্ষণ
সংবাদসংস্থা • নয়ডা |
মাথায় বন্দুক ঠেকিয়ে সতেরো বছরের এক তরুণীকে ধর্ষণ করল এক ব্যক্তি। একটি কম্পিউটার সেন্টারে ভর্তি হয়েছিলেন ওই তরুণী। অন্য সকলে বেরিয়ে যাওয়ার পর ওই বাড়িতেই তাঁকে ধর্ষণ করে জাকির নামে সেন্টারের এক কর্মী। খবর জানাজানি হলে তাঁকে মেরে ফেলার হুমকি দেয় সে। পুলিশ জানিয়েছে, এ মাসেরই ৮ তারিখ ঘটনাটি ঘটেছে হাবিবপুর গ্রামে। বেশ কিছু দিন পর মেয়েটি তার বাবা-মাকে এই কথা জানালে প্রকাশ্যে আসে ধর্ষণ কাণ্ড। অভিযুক্ত জাকিরকে গ্রেফতার করেছে পুলিশ।
|
মান্ডি কংগ্রেসেরই
সংবাদসংস্থা • শিমলা |
মান্ডি লোকসভা আসন কংগ্রেসেরই থাকল। ২০০৯-এর সাধারণ নির্বাচনে এই আসনটিতে জয়ী হয়েছিলেন কংগ্রেস প্রার্থী বীরভদ্র সিংহ। এর পর ২০১২ সালে তিনি হিমাচলের মুখ্যমন্ত্রী হলে আসনটি ফাঁকা হয়ে যায়। তার জন্যেই গত শুক্রবার মান্ডি আসনে উপনির্বাচন হয়। রবিবার তারই ফল ঘোষণা হল। বিপুল ভোটে জয়ী হলেন কংগ্রেসেরই প্রার্থী তথা হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহের স্ত্রী প্রতিভা সিংহ। বিজেপি প্রার্থী জয় রাম ঠাকুরকে।
|
ধর্ষণের অভিযোগ, ধৃত ম্যাজিস্ট্রেট
সংবাদসংস্থা • চেন্নাই |
এক মহিলা সাব-ইনস্পেক্টরকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন তামিলনাডুর নীলগিরির এক ম্যাজিস্ট্রেট। ওই মহিলা সাব-ইনস্পেক্টরের অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে দীর্ঘদিন সহবাস করেন অভিযুক্ত ম্যাজিস্ট্রেট। পরে অন্য মহিলাকে বিয়ে করেন তিনি। অভিযুক্ত ম্যাজিস্ট্রেটকে দু’সপ্তাহের জন্য পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত। |
|