চ্যাম্পিয়ন বর্ধমান
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
উখড়ায় রবিবার ওমপ্রকাশ সিংহের তোলা ছবি। |
উখড়া ফুটবল অ্যাকাডেমি ও টুর্নামেন্ট কমিটি আয়োজিত ফুটবলে চ্যাম্পিয়ন হল বর্ধমান সাই অ্যাকাডেমি। উখড়া মাঠে বিধাননগর মিউনিসিপ্যালিটি স্পোর্টস অ্যাকাডেমি, কলকাতাকে ২ গোলে হারায় তারা। পুরস্কার দেন বাঁকোলা ও কেন্দা এরিয়ার জিএম অভিজিৎ মল্লিক, ইউনিস আনসারি।
|
জয়ী নবদিগন্ত
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৪ ফুটবলে জিতল নবদিগন্ত স্পোর্টস অ্যাকাডেমি। নবদিগন্তের মাঠে এই খেলায় তারা ৪ গোলে দুর্গাপুর অগ্রনী সঙ্ঘকে হারায়। দু’টি গোল করেন রণিত বাউড়ি, ১টি করে গোল করেন রুদ্রদেব বাউড়ি ও সৌভিক বাউড়ি।
|
হারল গ্যামন ব্রিজ
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ফুটবলে রবিবার জিতল দুর্গাপুর টাউন ক্লাব। গ্যামন ব্রিজ মাঠের এই খেলায় গ্যামন ব্রিজকে ২-১ গোলে হারায় তারা। টাউনের হয়ে গোল করেন প্রশান্ত বাগ্দি ও শ্যামল বাদ্যকর।
|
স্মৃতি ফুটবল
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
কল্যাণ মুখোপাধ্যায় স্মৃতি আসানসোল চ্যালেঞ্জ ফুটবলে চ্যাম্পিয়ন হল ডিএসএ পূর্বরেল। আসানসোল স্টেডিয়ামে তারা সেল আইএসপিকে ১-০ গোলে হারায়। পুরস্কার বিতরণ করেন কৃষিমন্ত্রী মলয় ঘটক এবং আসানসোলের ডেপুটি মেয়র অমরনাথ চট্টোপাধ্যায়।
|
জয়ী অআকখ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
গোপালনগর সিসি আয়োজিত ফুটবল প্রতিযোগিতার রবিবারের খেলায় বিজয়ী হল অআকখ। তারা গোপালনগর মাঠে তারা লোকনাথ সমিতিকে ২-০ গোলে হারায়।
|
হারল তালতলা
নিজস্ব সংবাদদাতা • কুলটি |
মিঠানি ইউসি আয়োজিত ফুটবলে রবিবারের খেলায় জিতল আয়াইএমসিএ, কলকাতা। মিঠানি মাঠে তারা তালতলা ইন্স্টিটিউশনকে ৩-১ গোলে হারায়। |