খেলার টুকরো খবর

চ্যাম্পিয়ন বর্ধমান
উখড়ায় রবিবার ওমপ্রকাশ সিংহের তোলা ছবি।
উখড়া ফুটবল অ্যাকাডেমি ও টুর্নামেন্ট কমিটি আয়োজিত ফুটবলে চ্যাম্পিয়ন হল বর্ধমান সাই অ্যাকাডেমি। উখড়া মাঠে বিধাননগর মিউনিসিপ্যালিটি স্পোর্টস অ্যাকাডেমি, কলকাতাকে ২ গোলে হারায় তারা। পুরস্কার দেন বাঁকোলা ও কেন্দা এরিয়ার জিএম অভিজিৎ মল্লিক, ইউনিস আনসারি।

জয়ী নবদিগন্ত
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৪ ফুটবলে জিতল নবদিগন্ত স্পোর্টস অ্যাকাডেমি। নবদিগন্তের মাঠে এই খেলায় তারা ৪ গোলে দুর্গাপুর অগ্রনী সঙ্ঘকে হারায়। দু’টি গোল করেন রণিত বাউড়ি, ১টি করে গোল করেন রুদ্রদেব বাউড়ি ও সৌভিক বাউড়ি।

হারল গ্যামন ব্রিজ
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ফুটবলে রবিবার জিতল দুর্গাপুর টাউন ক্লাব। গ্যামন ব্রিজ মাঠের এই খেলায় গ্যামন ব্রিজকে ২-১ গোলে হারায় তারা। টাউনের হয়ে গোল করেন প্রশান্ত বাগ্দি ও শ্যামল বাদ্যকর।

স্মৃতি ফুটবল
কল্যাণ মুখোপাধ্যায় স্মৃতি আসানসোল চ্যালেঞ্জ ফুটবলে চ্যাম্পিয়ন হল ডিএসএ পূর্বরেল। আসানসোল স্টেডিয়ামে তারা সেল আইএসপিকে ১-০ গোলে হারায়। পুরস্কার বিতরণ করেন কৃষিমন্ত্রী মলয় ঘটক এবং আসানসোলের ডেপুটি মেয়র অমরনাথ চট্টোপাধ্যায়।

জয়ী অআকখ
গোপালনগর সিসি আয়োজিত ফুটবল প্রতিযোগিতার রবিবারের খেলায় বিজয়ী হল অআকখ। তারা গোপালনগর মাঠে তারা লোকনাথ সমিতিকে ২-০ গোলে হারায়।

হারল তালতলা
মিঠানি ইউসি আয়োজিত ফুটবলে রবিবারের খেলায় জিতল আয়াইএমসিএ, কলকাতা। মিঠানি মাঠে তারা তালতলা ইন্স্টিটিউশনকে ৩-১ গোলে হারায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.